Edit Question
Please correct the error and update
পৃথিবীর সমস্ত ভাষাকে কয়েকটি ভাষাবৃক্ষে বিভক্ত করা যায়। এ ভাষাবৃক্ষগুলোর মূলভাষার একটি ইন্দো - ইউরোপীয়। ভারতীয় উপমহাদেশ থেকে ইউরোপ পর্যন্ত মধ্যবর্তী সব ভাষাকে এই ভাষাবংশের অন্তর্ভুক্ত করা হয়। এ ভাষা বংশের শাখা দুইটি। যথা: কেম ও শতম। তামিল, দ্রাবিড়, আর্য, অনার্য, মাগধী ও গৌড়ী শতম শাখার অন্তর্ভুক্ত। হিত্তিক ও তুখারিক কেন্দ্রম শাখার অন্তর্ভূক্ত। কেপ্তম শাখার অধিকাংশ ভাষাই ইউরোপের বিভিন্ন অঞ্চলের হলেও তুখারিক ভাষা প্রচলিত ছিল এশিয়ার তারিম নদী অববাহিকা (চীনের জিনজিয়াং) অঞ্চলে এবং হিত্তিক ভাষা প্রচলিত ছিল পশ্চিম এশিয়ার আনাতোলিয়া (তুরস্ক) অঞ্চলে। উল্লেখ্য, বাংলা ভাষার উদ্ভব ইন্দো - ইউরোপীয় ভাষার শতম শাখা থেকে।