উদ্ধৃতাংশটিতে যৌক্তিকভাবে প্রয়োজনীয় যতিচিহ্নের সংখ্যা ৪ হওয়ার কারণ হলো:
- “তীর সঙ্গে প্রতিদিনই দেখা হয়” - এখানে একবার কমা (,) প্রয়োজন রয়েছে।
- “দেখা হলেই” - এখানে আরেকটি কমার প্রয়োজন।
- “তিনি জিজ্ঞেস করেন” - এই অংশটিতে আরো একটি কমা যুক্ত হবে যখন প্রশ্ন করা হচ্ছে।
- “ভালো আছেন” - এখানে উদ্ধৃতির শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন (?) ব্যবহার করা উচিত।
এইভাবে, মোট জতির চিহ্নের সংখ্যা ৪ হয়।