বয়েলের সূত্র : নির্দিষ্ট তাপমাত্রায় যেকোনো ভরের গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ, V a 1/P
Or, V = K/P
[বয়েল তাপমাত্রা স্থির]
চার্লসের সূত্র: নির্দিষ্ট তাপমাত্রায় যেকোনো ভরের গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক।
অর্থাৎ, V a T
Or, V = KT
[চার্লস চাপ স্থির]
সমন্বয় করে, V a T/P
বা, V = KT/P
বা, PV/T = K
একাধিক গ্যাসের ক্ষেত্রে, P1V1/T1 = P2V2/T2