অনুশীলনী

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (নতুন সংস্করণ) - উদ্দেশ্য ও বিধেয় | | NCTB BOOK

সঠিক উত্তরে টিক চিহ্ন (✓) দাও। 

১. বাক্যের দুই অংশ -

ক. উদ্দেশ্য ও কর্তা খ. বিধেয় ও কর্ম গ. উদ্দেশ্য ও বিধেয় ঘ. উদ্দেশ্য ও কর্ম 

২. বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে কী বলে? 

ক. উদ্দেশ্য খ. বিধেয় গ. পূরক ঘ. প্রসারক 

৩. বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, তাকে কী বলে? 

ক. উদ্দেশ্য খ. বিধেয় গ. পূরক ঘ. প্রসারক 

৪. উদ্দেশ্য ও বিধেয়কে প্রসারিত করা হয় যেসব শব্দ ও বর্গ দিয়ে, তাকে বলে- 

ক. উদ্দেশ্য খ. বিধেয় গ. পূরক ঘ. প্রসারক 

৫. বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলে- 

ক. উদ্দেশ্য খ. বিধেয় গ. পূরক ঘ. প্রসারক

৬. বাংলা বাক্যে উদ্দেশ্য কোথায় বসে? 

ক. বাক্যের শুরুতে খ. বাক্যের মাঝে গ. বাক্যের শেষে ঘ. যে কোনো জায়গায় 

৭. 'এইসব মিলিয়ে তৈরি হয় চিনি বা শর্করা' এখানে 'এইসব মিলিয়ে' বর্গ হলো- 

ক. উদ্দেশ্য খ. বিধেয় গ. উদ্দেশ্যের প্রসারক ঘ. বিধেয়ের প্রসারক 

৮. বিধেয়ের স্থান ও কাল সংক্রান্ত প্রসারক বসতে পারে -

ক. উদ্দেশ্যের পূর্বে খ. বিধেয়ের পূর্বে গ. উদ্দেশ্যের বা বিধেয়ের পরে ঘ. উদ্দেশ্যের বা বিধেয়ের পূর্বে 

৯. মোঘল সম্রাট শাজাহান তাঁর ভালোবাসার নিদর্শন স্বরূপ তাজমহল নির্মাণ করেন এখানে মোঘল সম্রাট কী? 

ক. উদ্দেশ্যের প্রসারক খ. বিধেয়ের প্রসারক গ. বিধেয়ের পূরক ঘ. বিধেয়ের ক্রিয়া

১০. 'যাঁরা দেশের জন্য প্রাণ দিয়েছে, তাদের ঋণ আমরা শোধ করতে পারব না' এখানে ঋণ কী? 

ক. উদ্দেশ্যের প্রসারক খ. বিধেয়ের প্রসারক গ. বিধেয়ের পূরক ঘ. বিধেয়ের ক্রিয়া

Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

উদ্দেশ্যের পূর্বে
বিধেয়ের পূর্বে
উদ্দেশ্যের বা বিধেয়ের পরে
উদ্দেশ্যের বা বিধেয়ের পূর্বে
Promotion