সঠিক উত্তরে টিক চিহ্ন (✓) দাও।
১. যোজক কাকে যুক্ত করে?
ক. পদ খ. বর্গ গ. বাক্য ঘ. সবগুলো
২. বিরোধ যোজক আছে কোন বাক্যে?
ক. সংখ্যাটি সতেরো কিংবা আঠারো হবে। খ. লোকটি শিক্ষিত, তবে সৎ নন। গ. যখন বৃষ্টি থাকল, তখন সবাই রওনা হলাম। ঘ. দুবার বলেছি, ফলে তৃতীয় বার বলার প্রয়োজন বোধ করিনি।
৩. কোন যোজক কার্যকারণ দেখাতে দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটায়?
ক. সাধারণ যোজক খ. বিকল্প যোজক গ. কারণ যোজক ঘ. বিরোধ যোজক
৪. কোন যোজক একে অন্যের পরিপূরক হিসাবে বাক্যে ব্যবহৃত হয়?
ক. কারণ যোজক খ. বিকল্প যোজক গ. সাপেক্ষ যোজক ঘ. কারণ যোজক
৫. "যদি রোদ ওঠে তবে রওনা দেবো” - বাক্যটি কোন যোজক নির্দেশ করেছে?
ক. সাধারণ যোজক খ. বিকল্প যোজক গ. বিরোধ যোজক ঘ. সাপেক্ষ যোজক
Read more