সঠিক উত্তরে টিক চিহ্ন (✓) দাও।
১. বিশেষ্য ও বিশেষণের নারী ও নরভেদের নাম কী? ক. বচন খ. নির্দেশক গ. বলক ঘ. লিঙ্গ
২. নিচের কোন শব্দটি উভলিঙ্গ প্রকাশক? ক. সন্তান খ. ভেড়ি গ. ছাত্র ঘ. ঘর
৩. 'ক্লীব লিঙ্গ' শব্দ কোনটি? ক. গাড়ি খ. মন্ত্রী গ. মানুষ ঘ. পাখি
৪. কোন শব্দটি অপত্নীবাচক? ক. মাতা খ. দাদি গ. চাচি ঘ. শিক্ষিকা
৫. নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ? ক. কৃতদার খ. ছেলে গ. নেতা ঘ. বাবা
৬. নিচের কোনটি নিত্য নারীবাচক শব্দ? ক. শিক্ষিকা খ. জেলেনি গ. মেয়ে ঘ. সতীন
৭. '-অক' প্রত্যয় দিয়ে গঠিত নরবাচক শব্দকে নারীবাচক করার সময়ে '-অক' এর জায়গায় কী হয়? ক. -একা খ.-ওকা গ. -ইকা ঘ.-আকা
৮. নিচের কোন নারীবাচক শব্দের সঙ্গে নরবাচক শব্দের গঠনগত মিল নেই? ক. বেগম খ. ভাইঝি গ. ছেলে বউ ঘ. গায়িকা
Read more