অনুশীলনী

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (নতুন সংস্করণ) - নির্দেশক | | NCTB BOOK

সঠিক উত্তরে টিক চিহ্ন (✓) দাও। 

১. কোনটি নির্দেশক নয়? 

ক. -টা খ.-তম গ. -খানা ঘ.-জন

২.-টা/-টি নির্দেশকের রূপান্তর? 

ক. -টো খ. -টুকু গ. -তা ঘ. -তে 

৩. কিছুটা বা সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝাতে কোন নির্দেশক ব্যবহৃত হয়? 

ক. -টুক খ.-টি গ. -খানা ঘ.-খানি 

৪. কোন নির্দেশকটি শব্দের পরে আলাদাভাবে বসে? 

ক. জন খ. টুকু গ. খানা ঘ. খানি 

৫. নির্দেশক যুক্ত হয় কোন শব্দের সঙ্গে? 

ক. বিশেষ্য খ. সর্বনাম গ. বিশেষণ ঘ. সবগুলোই

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

Promotion