অনুশীলনী

এসএসসি(ভোকেশনাল) - পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং-২ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK
12
12

                          অতি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

১. জাপানি কোয়েলের বৈজ্ঞানিক নাম লেখ । 

২. পৃথিবীতে কত জাতের কোয়েল পালন করা হয় ? 

৩. লেয়ার কোয়েলের জাতগুলির নাম লেখ । 

৪. লেয়ার কোয়েলের গড় ওজন কত? 

৫. কোয়েল কত সপ্তাহ বয়সে ডিম পাড়া শুরু করে ? 

৬. কোয়েল বছরে কত টি ডিম দেয়?

 

 

                    সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

১. কোয়েলের বাসস্থান নির্মাণ কৌশল লেখ । 

২. ব্রয়লার কোয়েলের বৈশিষ্ট্য লেখ। 

৩. কোয়েল পালনের সুবিধাসমূহ লেখ। 

৪. বব হোয়াইট কোয়েলের বৈশিষ্ট্য লেখ ৷ 

৫. কুটনিক্স কুটনিক্স জাপানিকা কোয়েলের বৈশিষ্ট্য লেখ ৷

 

 

                    রচনামূলক উত্তর প্রশ্ন

১. কোয়েলের প্রজনন প্রক্রিয়া বর্ণনা কর। 

২. কোয়েলের ব্রুডিং পদ্ধতি বর্ণনা কর। কলোক্যালরি/কেজি)। 

৩. কোয়েলের ০-৩ সপ্তাহের খাদ্য তৈরি কর (আমিষ ২৫-২৬% ও শক্তি ২৮০০-২৯০০ 

৪. কোয়েলের ফিনিশার খাদ্য তৈরি কর (আমিষ ২৩-২৪% ও শক্তি ২৮৫০-২৯৫০ কিলোক্যালরি/কেজি)।

 

 

 

Content added By
Promotion