বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (নতুন সংস্করণ)

অনুশীলনী

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (নতুন সংস্করণ) - প্রতিশব্দ | NCTB BOOK

সঠিক উত্তরে টিক চিহ্ন (✓) দাও। 

১. প্রতিশব্দ কী? 

ক. অভিন্ন শব্দ খ. ভিন্ন শব্দ গ. ভিন্নার্থক শব্দ ঘ. বিপরীত শব্দ 

২. 'আইন' শব্দের প্রতিশব্দ নয় কোনটি? 

ক. কানুন খ. নিয়ম গ. বিধান ঘ. শশী 

৩. একটি শব্দের অনুরূপ, অবিকল ও নিকটবর্তী অর্থ প্রকাশকে কী বলে?

ক. প্রতিশব্দ খ. ভিন্নার্থক শব্দ গ. বিপরীত শব্দ ঘ. সমোচ্চারিত শব্দ 

৪. নিচের কোনটি 'গৃহ' শব্দের প্রতিশব্দ নয়? 

ক. নয়ন খ. আলয় গ. ঘর ঘ. বাড়ি 

৫. 'পৃথিবী' শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি?

ক. অবনী খ. জননী গ. নীর ঘ. জীবন 

৬. আদিত্য, সবিতা, রবি, দিবাকর ইত্যাদি কোন শব্দের প্রতিশব্দ? 

ক. অর্ণব খ. সূর্য গ. নৃপ ঘ. গিরি

Content added By
অভিন্ন শব্দ
ভিন্ন শব্দ
ভিন্নার্থক শব্দ
বিপরীত শব্দ

আরও দেখুন...

Promotion