অনুশীলনী

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (নতুন সংস্করণ) - সরল, জটিল ও যৌগিক বাক্য | | NCTB BOOK

সঠিক উত্তরে টিক চিহ্ন (✓) দাও। 

১. যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে? 

ক. সরল খ. যৌগিক গ. জটিল ঘ. অধীন 

২. 'তিনি ভাত খেয়ে চেয়ারে বসলেন' বাক্যে সমাপিকা ক্রিয়া কোনটি? 

ক. ভাত খ. খেয়ে গ. চেয়ারে ঘ. বসলেন 

৩. একাধিক সমাপিকা ক্রিয়া কী দিয়ে যুক্ত হলে যৌগিক বাক্য হয়?

ক. বিশেষ্য খ. বিশেষণ গ. যোজক ঘ. অনুসর্গ 

৪. জটিল বাক্যের উদাহরণ কোনটি? 

ক. যদি তুমি যাও, তবে তার দেখা পাবে। 

খ. পাখিগুলো আকাশে উড়ছে। 

গ. আমরা তিন ভাই এবং দুই বোন। 

ঘ. আমার সমুদ্র দেখতে খুব ভাল লাগে। 

৫. সময় বোঝাতে জটিল বাক্যে যোজকের কোন জোড় ব্যবহার করা হয়? 

ক. যে-সে খ. যত-তত গ. যেটুকু-সেটুকু ঘ. যখন-তখন 

৬. নিচের কোনটি সরল বাক্য? 

ক. পরিশ্রমীরা জীবনে সাফল্য লাভ করে।

খ. সে এখানে এল এবং বসে পড়ল। 

গ. লোকটি নিরক্ষর, কিন্তু অভদ্র নয়। 

ঘ. বিপদ ও দুঃখ একসঙ্গে আসে।

৭. 'দুর্জন লোক পরিত্যাজ্য' বাক্যটিকে জটিল বাক্যে পরিণত করলে হবে - - 

ক. যেসব লোক দুর্জন, তারা পরিত্যাজ্য। 

খ. যে দুর্জন সেই পরিত্যাজ্য। 

গ. দুর্জন লোক মাত্রই পরিত্যাজ্য। 

ঘ. দুর্জন লোককে সকলে পরিত্যাগ করে। 

৮. 'সে এখানে এসেই বসে পড়ল' বাক্যটির যৌগিক বাক্যরূপ কোনটি? 

ক. সে এখানে এসে বসলো।

খ. সে এখানে এসে বসে পড়ল। 

গ. সে এখানে এসে বসেছে। 

ঘ. সে এখানে এল, তারপরে বসে পড়ল। 

৯. 'যখন সে সুসংবাদ পেল, তখন সে আনন্দিত হলো' বাক্যটির সরল বাক্যরূপ কোনটি? - 

ক. সে সুসংবাদ পেল এবং আনন্দিত হলো।

খ. সুসংবাদ পেয়ে সে আনন্দিত হলো। 

গ. যেই সে সুসংবাদ পেল, সেই সে আনন্দিত হলো।

ঘ. যদি সুসংবাদ পাও, তবে আনন্দিত হও।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

যদি তুমি যাও, তবে তার দেখা পাবে।
পাখিগুলো আকাশে উড়ছে।
আমরা তিন ভাই এবং দুই বোন।
আমার সমুদ্র দেখতে খুব ভাল লাগে।
Promotion