অনুশীলনী

পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা - কায়িন ও আবেল | NCTB BOOK

শূন্যস্থান পূরণ কর:

ক) পৃথিবীতে আদম ও হবার ___ পরিশ্রমের দিন কাটতে লাগল ।

খ) আবেলের মন ছিল ___ ও উদার।

গ) ঈশ্বর মানুষের ___ দেখতে চান, বস্তু নয় ৷

ঘ) কায়িন ঈশ্বরের কথা না শুনে নিজের ___ বশে চলতে লাগল ।

ঙ) ঈশ্বর কায়িনের ___ কাজটিও দেখে ফেললেন ।

 

বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল কর:

ক) আবেল তার ভাইয়ের সাথেক) একটি চিহ্ন এঁকে দিলেন।
খ) ঈশ্বর তখন কায়িনের গায়েখ) মঙ্গল বয়ে আনে না।
গ) আপন ভাইকে হত্যা করার পর গ) মাঠে গেল ।
ঘ) হিংসাঘ) অভিনন্দন জানানো ও আনন্দ করা দরকার।
ঙ) অন্যের সাফল্যেঙ) কায়িনের বিবেক বারবার তাকে দংশন করছিল।
 চ) চিন্তায় রাখা।

 

সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:

ক) কায়িন ও আবেল কে ছিলেন? 

খ) আবেলের বলিদান কী ছিল? 

গ) কায়িন ও আবেলের বলিদানের মধ্যে কার বলিদান ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য ছিল? 

ঘ) কায়িন আবেলকে হত্যা করল কেন ?

 

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:

ক) কায়িন ও আবেলের মনোভাব ও আচরণের পাঁচটি পার্থক্য লেখ। 

খ) কায়িনের বলিদান ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য ছিল না কেন? 

গ) কায়িন তার ভাই আবেলকে কীভাবে হত্যা করল?

Content added By
জমি চাষের
মেষপালনের
শিক্ষকতার
পশুপালনের

আরও দেখুন...

Promotion

Promotion