অনুশীলনী

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-২ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK
8
8

                       অতি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

১. রেফ্রিজারেশন কন্ট্রোলসের সংজ্ঞা লেখ । 

২. ইলেকট্রিক কন্ডাকটরের সংজ্ঞা লেখ। 

৩. স্টার্টার কত প্রকার ও কী কী? 

৪. রিসিভার কী? 

৫. হিমায়ন চক্রে একুমুলেটরের অবস্থান কোথায়? 

৬। কয়েকটি ইলেকট্রনিক কম্পোনেন্টের নাম লেখ । 

৭। মাইক্রোন গেজের নাম কি ? 

৮। HPC বলতে কী বোঝায় ? 

৯। P.C অর্থ কি ?

 

                          সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

১. ব্লোয়ার ফ্যানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো? 

২. প্রেসার কাট আউটের প্রকারভেদ করো? 

৩. ব্লোয়ার ফ্যানের ব্যবহার ক্ষেত্রের তালিকা তৈরী করো? 

৪. কন্ডেনসার এর কাজ লেখ। 

৫. ইভাপোরেটরের কাজ লেখ। 

৬. অয়েল প্রেসার কাটআউটের কয়েকটি ব্যবহার ক্ষেত্র লেখ ।

 

                            রচনামূলক উত্তর প্রশ্ন

১. থ্রি ফেজ মোটরের ব্যবহার ক্ষেত্রের তালিকা তৈরী করো । 

২. চিত্রসহ সলিনয়েড ভালভের কার্যপদ্ধতি বর্ণনা করো । 

৩. সলিনয়েড ভাল্ভ স্থাপন করতে কী কী দিক বিবেচনা করতে হয়। 

৪. স্টাটার কত প্রকার ও কী কী লেখ। 

৫. অয়েল প্রেসার কাটআউটের অ্যাকজাস্টমেন্ট চিত্রসহ বর্ণনা করো ।

 

 

Content added By
Promotion