সঠিক উত্তরে টিক চিহ্ন (✓) দাও।
১. সমাসের মাধ্যমে গঠিত হয় - ক. নতুন শব্দ খ. নতুন বাক্য গ. নতুন বর্ণ ঘ. নতুন ধ্বনি
২. সমাসবদ্ধ পদকে বলে- ক. সমস্তপদ খ. সমস্যমান পদ গ.পূর্বপদ ঘ.পরপদ
৩. ব্যাসবাক্য কাকে ব্যাখ্যা করে? ক. পূর্বপদ খ. পরপদ গ. সমস্তপদ ঘ. সমস্যমান পদ
৪. 'পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষার সময়সূচি স্কুল-কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন'- এই বাক্যে সময়সূচি কোন পদ? ক. সমন্তপদ খ. সমস্যমান পদ গ.পূর্বপদ ঘ. পরপদ
৫. অর্থের প্রাধান্যের ভিত্তিতে বাংলা সমাস কত প্রকার? ক. দুই খ.তিন গ. চার ঘ. পাঁচ
৬. নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? ক. নয়-ছয় খ. খাসজমি গ. কনকচাঁপা ঘ. ত্রিফলা
৭. নিচের কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? ক. হাতঘড়ি খ. চোখে-মুখে গ. সেতার ঘ. তেলেভাজা
৮. নিচের কোনটির ব্যাসবাক্যে 'যে' যোজক রয়েছে? ক. বেগুনভাজা খ. ত্রিফলা গ. ঘরজামাই ঘ. হাতঘড়ি
৯. মধ্যপদলোপী কর্মধারয়ের উদাহরণ কোনটি? ক. চৌরাস্তা খ. ঘিভাত গ. চালাকচতুর ঘ. টাকমাথা
১০. উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? ক. চাঁদমুখ খ. শশব্যস্ত গ. হাতঘড়ি ঘ. বিষাদসিন্ধু
১১. নিচের কোনটিতে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়েছে? ক. কাজলকালো খ. মনমাঝি গ. তুষারশুভ্র ঘ. চৌরাস্তা
১২. বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? ক. ছেলে-ভুলানো খ. তেলেভাজা গ. গরুরগাড়ি ঘ. হাতে কাটা
১৩. নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? ক. গ্রামছাড়া খ. গাছপাকা গ. ধানক্ষেত ঘ. গরুরগাড়ি
১৪. কোন সমাসে পূর্বপদ ও পরপদের কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায়? ক. দ্বিগু সমাস খ. তৎপুরুষ সমাস গ. বহুব্রীহি সমাস ঘ. কর্মধারয় সমাস
১৫. যে বহুব্রীহি সমাসে সমস্তপদে পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে তাকে কী বলে? ক. সংখ্যাবাচক বহুব্রীহি খ. ব্যতিহার বহুব্রীহি গ. পদলোপী বহুব্রীহি ঘ. অলুক বহুব্রীহি
Read more