অভিধানিকা

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - সংস্কৃত - চতুর্থ ভাগঃ তৃতীয়ঃ | | NCTB BOOK
2

অচিরাৎ শীঘ্র। অাঃ নুহীন। অথাৎ নিচে। অনুভূয় অনুভব করে। অন্তেবাসিনম্ - শিষ্যকে । অবাস্যসি লাভ করবে। পাসা পরিত্যাগ করে। অভিষেকায় অভিষেকের জন্য। অনুক্ষাঃ- অনিষ্ঠুর। অশকৎ সক্ষম হলেন। অশাশ্বত অস্থায়ী। অহনি দিনে।

আকর্ণ - শুনে। আজ্ঞাপয়তু আদেশ করুন। আদাতুম্ গ্রহণ করতে। আলোক্য দেখে। আসীৎ ছিলেন।

অহ বলল। আহবানায় ডাকার জন্য। আয় চেকে। আয়ুধম্ অসর। ইানেন জ্বালানি কাঠের দ্বারা ইব মত ইষ্টম্ ঈপসিত।

উদকম্ (ক্লীব)- জল। উদ্যমেন উদ্যমের দ্বারা উপনীয় উপনয়ন দান করে বা পৈতা দিয়ে। উপাশাস্তি

- শিক্ষা দান করেন। উপাধ্যায়েন শিক্ষকের দ্বারা। উবাচ বললেন।

একৈকম্ – একটি একটি করে। এহি এস।

উশীনরঃ – উশীনরের পুত্র।

কটাহে কড়াইয়ে। কম্মুগ্রীবঃ - শঙ্খের মত গ্রীবা যার কাকে (রীলিঙ্গ)। কান্তা মন্ত্রী। কাঠাৎ কাঠ

থেকে। কেদারখণ্ডম্ (ক্লীব) জমির আল কৌন্তেয় - হে কুন্তীপুত্র।

খন্ডশঃ - টুকরো টুকরো। খড়গপাণিঃ - যার হস্তে খড়গ আছে। খাদিতবান্ খেয়েছিল।

গতা গিয়ে গল্প যেতে। গৃহীত্বা - গ্রহণ করে।

ঘাতয়তি হত্যা করায়।

চক্রাকার (ক্লীব) - ঢাকার মত। চিচ্ছেদ ছেদন করেছিল। চিন্তয়ামাস – চিন্তা করেছিল। E

ছিড়া ছেদন করে। ছেতুম ছেদন করতে

জগাদ বলেছিলেন। আগাম গিয়েছিলেন। জননীজঠরে মাতৃগর্ভে। জয়তু জয় হোক। জায়ন্তে জন্মগ্রহণ করে। জালিকস্য জেলের জীবতি বেঁচে থকে। জীবিতায়া জীবনের আশায়। আতরঃ জ্ঞাতিগণ।

পিছ - প্রেরণার্থক প্রত্যয়।

তপসি - তপস্যায়। স্তরোঃ বৃক্ষের। তামসি - হে তমোগুণসম্পন্ন। তিতিক্ষষ ত্যাগ কর। তুরগাঢ়ঃ- অশ্বাঢ়। তেজসা - তেজের দ্বারা। তারা ত্যাগ করে। ত্যাজাম (ক্লীব) ত্যাগ করার যোগ্য। ব্রোটায়িত্ব - ছিঁড়ে।

দরবান - দিয়েছিল। সত্ত্বা দান করে। দিনচতুষ্টয়াস্য চারদিনের। দ্বাত্রিংশরক্ষণোপেতলা বত্রিশটি

লক্ষণযুক্ত ব্যক্তির। দ্বারি - দরজায়। প্রাক শীঘ্র। দ্বিজঃ- ব্রাহ্মণ। দ্বিবার্যভ - হে ব্রাহ্মণশ্রেষ্ঠ। দেহি -

দাও। দৈবতম্ দেবতা। দোহদঃ সাধ।

*

দেখা – গাভির দ্বারা। ধ্রুবম্ (ক্লীব) - নিশ্চিত।

নকুলঃ বেজি। নভসি – আকাশে। লঘু নিয়ে যাও। নার্সঃ - নারীগণ। নিত্যকৃতাম্ (ক্লীব) – প্রতিদিনের কাজ। নিবন্ধ্য বেঁধে। নির্বুদ্ধের বুদ্ধিহীনের। নিটকম (ক্লীব) – কণ্টকহীন। নুনম্ - অবশ্যই।

পঞ্চ - পাঁচ। পঞ্চশতী - পাঁচশতের সমাহার। পরিযুজা - আলিঙ্গন করে। পলিতম্ (ক্লীব) - শুভ্র। পয়ঃপানম্ (ক্লীব) — দুগ্ধ। পাঞ্চালাঃ পাঞ্চালদেশীয়। পাদয়োঃ পদযুগলে। পিত্রা পিতার দ্বারা। পিরো - পিতাকে। পুরা - প্রাচীনকালে। প্রথমা প্রণাম করে। প্রতিভাস্যক্তি প্রতিভাত হবে। প্রেষয়ামাস - পাঠালেন।

ফল্গু (ক্লীব) - বালি।

বড়ব - ছিলেন। বসবঃ বসুগণ। বৰ্তনম্ (ক্লীব) পেশা। বর্তনার্থী বৃত্তিপ্রার্থী। বাতাৎ- বাতাস থেকে। - ৰামসী - দুটি বস্ত্র। বিদিত্বা জেনে। বিদীর্ঘ বিদীর্ণ করে। বিনশ্যতি – বিনষ্ট হয়। বিবরে - গর্ভে। ব্রীড়া লজ্জা। বেপমানঃ কম্পমান।

ভদ্রম্ - মঙ্গল। ভরতায় ভরতকে। ভক্ষণার্থম্ ভক্ষণের জন্য। ভক্ষয়ত্ ভক্ষণ করুন। ভক্ষ্যাভাবাৎ - খাদ্যের অভাবে। ভাবয় চিন্তা কর। ভায়া - সরী কর্তৃক। ভাষসে বলছ ভিয়া ভয়ের সঙ্গে। তুচ্ছায়ায়াম - বাহুর আশ্রয়ে। ভুজঙ্গানাম্ সাপগুলোর। ভোজ্যবারে খাদ্যদ্রব্য খরচ করে। ে - -

মকরা কুমির। মক্কা মনে করে। মন্ত্রিভিন্ন মন্ত্রীগণ কর্তৃক। মনুজষভঃ- মনুষ্যশ্রেষ্ঠ। মর্কটা বানর। মহৌজমঃ – মহাশক্তিশালীগণ। মা না। মাতৃঃ - মায়ের মাস কেন ছয় মাসের মধ্যে। মিত্রে (ক্লীব দুজন । য়িন্তে মারা যান। -

যার যেখানে যাবৎ যতদিন পর্যন্ত। যুধাষ যুদ্ধ করে। যুবা- যুবক। রঘুত্তম - হে রাঘবশ্রেষ্ঠ। রচয়িতা রচনা করে। রমন্তে আনন্দিত হন। রক্ষিতুম্ রক্ষা করতে।

রাজকুমারঃ রাজপুত্র। রাজশার্দুলঃ- রাজব্যাঘ্র। রাজা রাজার দ্বারা বুখ্যতি - বৃষ্ট হয়। রোদিমি -

-

রোদন করছি। রোদিঘি - রোদন করছ।

শনৈঃ – ধীরে। শশকঃ - খরগোশ। শশাপ - অভিশাপ দিলেন। শত্বা - অভিশাপ দিয়ে। শাম্যতি । প্রশমিত হয়। শুশ্রাব শুনেছিলেন। শুদ্ধয়া শ্রদ্ধার সঙ্গে। শ্রবণৌ কর্ণযুগল। শ্লাঘ্যঃ- প্ৰশংসনীয়।

সংবিদা – মিত্রভাবে। সচিবান মন্ত্রীগণকে সরঃ (ক্লীব) - সরোবর। সর্বেশে - হে সকলের ঈশ্বরী। - রিষ্যতি স্মরণ করবে। যম (ক্লীব) অভ্যর সাম্প্রতম এখন। সূত্রে প্রসব করে। সুখা পুত্রবধ। -

মিথ্যায়াৎ- বেদপাঠ থেকে।

হতবান – হত্যা করেছিল। হনিষ্যতি - হত্যা করবে। হবিষা ঘৃতদ্বারা। হস্তিনায়াম্ - হস্তিনাপুরীতে। - হিড়া পরিত্যাগ করে। তুমি হৃদয়ে। হিয়া লজ্জার সঙ্গে হাপিতঃ আনন্দিত। -

ক্ষিপ্ৰম শীঘ্র।

দ্রষ্টব্য ঃ- ক্লাব - ক্লীবলিকা। সূত্র- শ্রীলিঙ্গ।

Content added By
Promotion