সেশন শুরুর আগে
ক্রমিক নং | টিকা | যে রোগের জন্য | যে বয়সে দেওয়া হয় |
---|---|---|---|
বাসায় তোমার তৈরি করা এই তালিকাটি সবাইকে পড়ে শোনাবে। তালিকার বিষয়ে যদি কারও কোনো ভিন্ন কথা বা মতামত থাকে তাহলে তা নিচের বক্সে লিখে আনবে। ঠিক আছে?
ভিন্ন মত বাক্স
|
প্রথম সেশন
ক্রমিক নং | টিকা | যে রোগের জন্য | রোগের জন্য দায়ী কে ? |
---|---|---|---|
ভাইরাস এক প্রকার অণুজীব / পরজীবী / উদ্ভিদ / প্রাণী এবং এরা স্বভোজী / পরভোজী।
ব্যাকটেরিয়া এক প্রকার অণুজীব / পরজীবী / উদ্ভিদ / প্রাণী এবং এরা স্বভোজী / পরভোজী।
ছত্রাক এক প্রকার অণুজীব / পরজীবী / উদ্ভিদ / প্রাণী এবং এরা স্বভোজী / পরভোজী।
দ্বিতীয় সেশন
চ্যালেঞ্জ অনুচ্ছেদ
নতুন কোনো জীব জন্ম নেওয়ার পর সেই জীবের শরীরে পরিবেশ থেকে-------------------------------------- পদার্থ জমা হয় ও জীবের শারীরিক বিকাশ ঘটে। মারা যাবার পর আবার সেই জৈব এবং অজৈব উপাদানগুলো পরিবেশে ফিরে যায়। পরবর্তী সময়ে আবার কোনো জীবের ভেতর--------------------------------------------- আগ পর্যন্ত তারা পরিবেশে জৈব এবং জড় উপাদান হিসেবে থেকে যায়। পোষক দেহে পৌঁছানোর আগ পর্যন্ত------------------------------- পোষক দেহের বাইরে---------------------- এক ধরনের জড় পদার্থের মতো। কিন্তু আবার জড় নয়। তাদের--------------------------------- সরল প্রকৃতির হয়। অনেক সময় পুষ্টি উপাদান পরিবেশ থেকে সরাসরি কোষঝিল্লি ভেদ করে অণুজীবের কোষের ভেতরে প্রবেশ করে। আবার কখনো কখনো পুষ্টি উপাদানকে পরিবেশ থেকে কোষের ভেতরে নেওয়ার জন্য কোষঝিল্লির কিছু বাহক সহযোগিতা করে। অনেক অণুজীব রয়েছে যারা আমাদের উপকার করে। আমাদের শরীরের জন্য উপকারী কিছু------------------------------------------- আমরা দইয়ের সঙ্গে খেয়ে থাকি। কিছু ছত্রাক আমাদের------------- অ্যান্টিবায়োটিকের উৎস। প্রাণঘাতী নানান অসুখের বিরুদ্ধে-------------------------------------- হয় ভাইরাস ব্যবহার করে। পোলিও অসুখটির বিরুদ্ধে টিকা তৈরি করা হয় ----------------------------ব্যবহার করে। এক ধরনের ব্যাকটেরিয়া রয়েছে যারা উদ্ভিদকে পরিবেশ থেকে------------------------------------------------ করতে সহায়তা করে। বিজ্ঞানীরা পাটের পাতা এবং কাণ্ডেও বিভিন্ন ধরনের অণুজীব পেয়েছেন, যারা পাটের বৃদ্ধি ও টিকে থাকার জন্য সহযোগিতা করে। উদ্ভিদ ও প্রাণী উভয়ের কাছ থেকেই ----------------------প্রাণীর মৃত্যুর পর তাদেরকে------------------------- গ্রহণ করে অণুজীব। এ ছাড়া উদ্ভিদ ও প্রকৃতিতে বিভিন্ন উপাদান ফিরিয়ে দেয় তারা। |
আরও দেখুন...