আবেদনপত্র

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (নতুন সংস্করণ) - চিঠিপত্র | | NCTB BOOK

স্কুল-কলেজে কিংবা বিভিন্ন অফিসে বা সংস্থায় প্রতিষ্ঠান-প্রধান বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে অনুরোধ জানিয়ে পত্র লেখার প্রয়োজন হয়। এ ধরনের পত্রকে দরখাস্ত বা আবেদনপত্র বলে। আবেদনপত্রের আকার সাধারণত সংক্ষিপ্ত হয়। সেখানে মূল প্রসঙ্গটি যথাযথভাবে উপস্থাপন করাটাই লক্ষ্য। এ ধরনের পত্রে অনেক সময়ে প্রমাণ স্বরূপ প্রয়োজনীয় কাগজপত্রের অনুলিপি সংযুক্ত করা হয়।

নিচে তিনটি আবেদনপত্রের নমুনা দেখানো হলো।

 

১. ছুটির জন্য আবেদন

১২ জুলাই ২০২১

প্রধান শিক্ষক 

মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় 

মতিঝিল, ঢাকা

মাধ্যম: শ্রেণিশিক্ষক, নবম শ্রেণি

বিষয়: অনুপস্থিতির কারণে ছুটি প্রদানের আবেদন।

মহোদয়

বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণির একজন নিয়মিত শিক্ষার্থী। জ্বরে আক্রান্ত হওয়ার কারণে গত ১৬ই মে ২০২১ থেকে ১৮ই মে ২০২১ তারিখ পর্যন্ত ৩ (তিন) দিন আমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি।

আমার অনিচ্ছাকৃত অনুপস্থিত ওই ৩ দিনের ছুটি মঞ্জুর করতে আপনার সদয় মর্জি কামনা করছি।

বিনীত 

মৌমিতা শবনম 

শ্রেণি: নবম 

রোল নং: ১২

সংযুক্তি: ১. 

চিকিৎসকের ব্যবস্থাপত্র

 

২. পাঠাগার স্থাপনের জন্যে আবেদন

৪ জুলাই ২০২১ 

চেয়ারম্যান

ফুলঝুড়ি ইউনিয়ন পরিষদ 

বরগুনা সদর উপজেলা বরগুনা

বিষয়: পাঠাগার স্থাপনের জন্য আবেদন।

মহোদয় 

আমরা বরগুনা জেলার সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়ন পরিষদের বাসিন্দা। আমাদের ইউনিয়নের বাসিন্দাদের সাক্ষরতার হার সন্তোষজনক। তাদের অনেকেই বিভিন্ন সরকারি-বেসরকারি চাকুরিসহ নানা পেশায় যুক্ত। বর্তমানে এই ইউনিয়নে যোগাযোগ ও অবকাঠামোগত অভূতপূর্ব উন্নয়নের কারণে নানা প্রকার সহশিক্ষাক্রম কর্মকাণ্ড এগিয়ে যাচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই ইউনিয়নে অব্যাহত শিক্ষা গ্রহণের জন্য কোনো পাঠাগার নেই। যেজন্য এই অঞ্চলের জনগণ নিয়মিতভাবে বই পাঠ করার মাধ্যমে জ্ঞান অর্জনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

এই অবস্থায় ফুলঝুড়ি ইউনিয়নে একটি পাঠাগার স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

বিনীত

ফুলঝুড়ি ইউনিয়নবাসীর পক্ষে 

মোঃ হাবিবুর রহমান 

গ্রাম: ফুলঝুড়ি, ডাকঘর: ফুলঝুড়ি, জেলা: বরগুনা।

 

৩. সহকারী শিক্ষক পদে নিয়োগের আবেদন

১০ অক্টোবর ২০২১ 

প্রধান শিক্ষক 

কুলকান্দি শামসুন্নাহার উচ্চ বিদ্যালয় 

কুলকান্দি, ইসলামপুর 

জামালপুর

বিষয়: বাংলা বিষয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের আবেদন

মহোদয় 

সবিনয় নিবেদন এই যে, গত ৩০শে সেপ্টেম্বর ২০২১ তারিখে 'দৈনিক ইত্তেফাক' পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম, আপনার বিদ্যালয়ে বাংলা বিষয়ে সহকারী শিক্ষক নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। আমি উক্ত পদের একজন প্রার্থী। আমার ব্যক্তিগত তথ্য ও শিক্ষাগত যোগ্যতা নিম্নরূপ:

১. নাম                   : রেখা আক্তার 

২. মাতার নাম        : খোদেজা বেগম 

৩. পিতার নাম        : একরামুল হক 

৪. বর্তমান ঠিকানা   : ৩৩ পশ্চিম নয়াপাড়া, জামালপুর সদর উপজেলা জেলা: জামালপুর 

৫. স্থায়ী ঠিকানা       : গ্রাম: হরিণধরা, ডাকঘর: কুলকান্দি ইউনিয়ন: কুলকান্দি, উপজেলা: ইসলামপুর জেলা: জামালপুর

৬. জন্ম তারিখ        : ২৫ জুন ১৯৯৪

৭. জাতীয়তা            : বাংলাদেশি

৮. ধর্ম                     :  ইসলাম

৯. শিক্ষাগত যোগ্যতা : 

পরীক্ষা

শিক্ষা প্রতিষ্ঠান

বোর্ড/বিশ্ববিদ্যালয়

পাশের বছর

বিভাগ

ফলাফল

এসএসসিশহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ঢাকা২০১১মানবিকজিপিএ ৪.০০
এইচএসসিইসলামপুর ডিগ্রি কলেজঢাকা২০১৩মানবিকজিপিএ ৪.৫০
বিএ (সম্মান)জাহেদা শফির মহিলা কলেজজাতীয় বিশ্ববিদ্যালয়২০১৭বাংলাসিজিপিএ ৩.০০

আমার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি। 

নিবেদক

 

 

(স্বাক্ষর) 

রেখা আক্তার 

৩৩ পশ্চিম নয়াপাড়া 

জামালপুর সদর উপজেলা 

জেলা: জামালপুর

 

সংযুক্তি: 

ক. সকল শিক্ষাগত যোগ্যতার সনদের অনুলিপি

খ. জাতীয় পরিচয়পত্রের অনুলিপি 

গ. দুই কপি ছবি 

ঘ. তিনশো টাকার পে-অর্ডার

Content added By
Promotion