সাধারণ ভাষায় ইনফ্লুয়েন্সার বলতে এমন ব্যক্তিকে বোঝায় যে বা যারা শিল্পে বা বৃহত্তর জনগোষ্ঠীর কাছে সম্মানিত। তারা অন্যদের বিশ্বাস বা মতামতকে বিশেষ ক্ষমতা বা ব্যক্তিক গুণাবলি দিয়ে প্রভাবিত করতে পারে। কিন্তু ই-কমার্স-এর ক্ষেত্রে এমন প্রভাবক বা ইনফ্লুয়েন্সার রয়েছে যারা ই-কমার্স সাইটে যথেষ্ট প্রভাব বিস্তার করে। এরূপ ইনফ্লুয়েন্সাররা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে কিংবা টুইট দিয়ে কোনো ইভেন্টের নিশ্চিত করতে বা পণ্যের বিক্রি নিশ্চিত বাড়াতে সহায়তা করে।
ই-কমার্সের ইনফ্লুয়েন্সারগণ একজন সাধারণ ই-কমার্স ব্যবহারকারীর মতোও হতে পারে যাদের সোশ্যাল মিডিয়াতে প্রচুর ফলোয়ার আছে। এরূপ প্রভাবক বা ইনফ্লুয়েন্সারগণ প্রকৃতপক্ষে অনলাইনে বেশি সময় দিয়ে থাকে।
ই-কমার্স প্রভাবক বা ইনফ্লুয়েন্সররা সাধারণত
• অনলাইনে বেশি সক্রিয় থাকে;
• বিভিন্ন পণ্য বা আইটেমের পোস্ট করে;
• বেশি শেয়ার করে;
• টুইট ও রিটুইট করে;
• লাইক ও কমেন্ট করে;
ই-কমার্স-এ -এর মার্কেটিংয়ে যেসব জনপ্রিয় প্রভাবক আছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো :
• ই-কমার্স ব্যবসায় সোশ্যাল মিডিয়া
• ই-কমার্স ব্যবসায় প্রচারণায় ফেইজবুক;
• ই-কমার্স ব্যবসায় ইনস্ট্রাগ্রাম;
• ই-কমার্স ব্যবসায় টুইটার; ই-কমার্স ব্যবসায় লিংকডইন;
• ই-কমার্স ব্যবসায় গুগল অ্যাডস;
• ই-কমার্স ব্যবসায় ইউটিউব।
আরও দেখুন...