ই-কমার্স মডেল যেকোনো ফার্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেননা এ মডেলের মাধ্যমে ফার্মের উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করা হয়। এক্ষেত্রে একটি ফার্মকে অভ্যন্তরীণ পরিবেশের পাশাপাশি বাহ্যিক পরিবেশের ওপরও খেয়াল রাখতে হয়। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্যও ফার্মকে ই-কমার্স মডেল উন্নয়ন করতে হয়। চিত্রের সাহায্যে ই-কমার্স মডেলের একটি ফ্রেমওয়ার্ক উপস্থাপন করা হলো-
ই-কমার্স বা ই-বিজনেসের এরূপ মডেল উন্নয়ন ও বাস্তবায়নে নিচের তিনটি উপাদান বিবেচ্য। যথা—
১. ই-মার্কেট প্লেসের বৈশিষ্ট্য অনুধাবন;
২. ক্রেতাদের ভ্যালু প্রদান এবং কার্যক্রম মূল্যায়ন
৩. আর্থিক স্থায়িত্ব অর্জন।
আরও দেখুন...