ই-বুক ব্যবহারের সুবিধা

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক ২০২৫) - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - আমার শিক্ষায় ইন্টারনেট | | NCTB BOOK
18
18
  •  ই-বুক ডাউনলোডের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া সম্ভব।
  • ব্যবহারিকভাবে ই-বুক সংরক্ষণের জন্য কোন লাইব্রেরি বা কক্ষের প্রয়োজন নেই, কম্পিউটার বা রিডিং ডিভাইসে ই-বুক সহজে সংরক্ষণ করা যায় ।
  •  ই-বুক সহজে স্থানান্তরযোগ্য ।
  •  ই-বুকে তথ্য অনুসন্ধান সহজতর।
  •  ই-বুক ইন্টারনেটের মাধ্যমে সরবরাহ করা হয় বলে কোন ধরনের শিপিং বা প্যাকিং খরচ নেই।
  • ই-বুক সহজে বিতরণ ও বিক্রয়যোগ্য।
  • ই-বুক মুদ্রণযোগ্য বলে চাহিদা অনুযায়ী প্রিন্ট করা সম্ভব, ফলে আর্থিক সাশ্রয় হয়।
Content added By
Promotion