আদম এবং হাওয়াকে আদি পিতা এবং মাতা বিবেচনা করে বিশ্বের কয়েকটি দেশে তাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করে পারস্পরিক সাহায্য-সহযোগিতার হাত প্রসারিত করেছে।
ঘূর্ণিঝড় সিডরে আক্রান্ত বাংলাদেশিদের দুঃখ-দুর্দশা লাঘবে বিদেশি বেশ কয়েকটি সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সাহায্য দানের ক্ষেত্রে তারা দুর্দশাগ্রস্ত সকল মানুষকে সমান বিবেচনা করে সাহায্য প্রদান করে।
সৌদি আরব এবং বাংলাদেশের মানুষ এক আল্লাহতে বিশ্বাস রাখে, মহানবি (স) কে রাসুল হিসেবে মানে এবং আকাইদের বিষয়সমূহে বিশ্বাস করে ইসলামের বিধান ও অনুশাসন মেনে চলে। কিন্তু তাদের বর্ণ, আকৃতি এবং ভাষা আলাদা।
দীর্ঘদিন ক্যান্সারে ভোগা তপুর ছবিটি ফেসবুকে দেখেই বিশ্বের কয়েকজন বিদেশি বন্ধু সাহায্যের হাত বাড়িয়ে দিল। তাদের সাহায্যে তপুর চিকিৎসার বিশাল অঙ্কের টাকার একটা অংশ যোগাড় হলো।
জনাব রায়হান স্যার ক্লাসে উম্মাহর আলোচনা করতে গিয়ে এমন একটি উম্মাহর ধারণা দিলেন যারা শিরক এবং কুফরে লিপ্ত ছিল।
জনাব রহিম সাহেব এবারের রমজানে জাকাত প্রদান করতে গিয়ে উঁচু-নিচু, শিক্ষিত-অশিক্ষিত বিবেচনা করে জাকাত প্রদান করলেন।
'নিশ্চয়ই আমি আপনাকে সত্য (দাওয়াত) সহকারে সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে প্রেরণ করেছি এবং এমন কোনো জাতি নেই যার নিকট সতর্ককারী গমন করেনি'- আল কুরআন।
একজন বৃদ্ধ মানুষ রাস্তা পার হতে পারছেন না দেখে মিরাজ তাকে রাস্তা পার করিয়ে দিয়ে বলল, চাচা রমজান মাসের রোজাগুলো কষ্ট করে হলেও রাখবেন।
দাওয়াতের কাজ আঞ্জাম দিতে গিয়ে জনাব জামশেদ খান তার মতকে অন্যের ওপর প্রতিষ্ঠিত করতে চান। এ নিয়ে ফিরোজ সাহেবের সাথে তার দ্বন্দ্বের সূত্রপাত হয়।
মোরসালিনা আহমেদ বর্তমান সমাজে প্রচলিত অপসংস্কৃতির ঘোরবিরোধী। তাই তিনি এ অপসংস্কৃতি রোধকল্পে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানে ইসলামি সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরেন।
জনাব মনির হোসেন গত পরশু নির্বিচারে গাছ কেটে একটি বাগান পরিষ্কার করেন। তিনি সেখানে একটি ফার্ম গড়ে তুলবেন বলে এ কাজটি করেন।
জনাব সুলতান একজন বিচারক কিন্তু তিনি দুই পক্ষের কথা না শুনেই রায় প্রদান করেন।
'তোমরা প্রত্যেকেই কোনো না কোনো পর্যায়ে দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে।' - (আল-হাদিস)
নেয়ামতপুরের মানুষ নির্বিচারে গাছ-পালা কেটে বন উজার করছে। খাল-বিলের পানিতে ময়লা-আবর্জনা ফেলে পানি ব্যবহারের অনুপযোগী করে ফেলেছে। এছাড়া প্রচুর পরিমাণে পলিথিন ব্যবহার করে তারা মাটিতে যেখানে সেখানে ফেলে দিচ্ছে।
'ক' নামক মুসলিম রাষ্ট্রটি একটি অমুসলিম রাষ্ট্রকে তেল সরবরাহ করবে বলে মত দেয়। কিন্তু পরে দেশটি অমুসলিম বলে 'ক' দেশ তেল সরবরাহ নিয়ে টালবাহানা শুরু করে।
চলনবিল এলাকায় বিভিন্ন পেশা ও ধর্মের লোক বাস করে। বন্যাসহ বিভিন্ন দুর্যোগে তারা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করে। তারা সবাই মিলে অনাহত সমস্যা সমাধানে ব্যয়ভার বহন করে। তাদের এ কর্মকাণ্ড দেখে ইমাম সাহেব বলেন, "এতে মহানবি (স) এর রাষ্ট্রব্যবস্থার আদর্শ ফুটে উঠেছে।"
প্রফেসর ইয়াকুব হোসেন ইসলাম শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, "মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত"।
আলহাজ্জ মাতাব্বর আলী জীবনের বাকি অংশটুকু মানুষকে ইসলামের দাওয়াত দেয়ার কাজে ব্যয় করতে চান।
'তোমরা বিশ্ববাসীর ওপর সদয় হও, আসমানে অবস্থানকারী আল্লাহও তোমাদের ওপর দয়া প্রদর্শন করবেন। (তিরমিযি)
মানুষ সৃষ্টির সেরা জীব। সে হিসেবে অন্যান্যদের প্রতি তার অনেক দায়িত্ব আছে। প্রকৃতির বিরুদ্ধে যায় এমন কাজ থেকে মানুষ বিরত থাকবে। খাদ্য, পানীয়, আবহাওয়া ও জলবায়ু ক্ষতিগ্রস্থ হতে পারে এমন কাজ থেকে বিরত থাকবে।
নাঈম ও সাকিব প্রতিবেশী। তারা নিয়মিত মসজিদে নামাজ আদায় করতে যায়। একদিন নাঈম সাকিবকে না পেয়ে তার খোঁজ করে জানতে পারে, সে অসুস্থ। নাঈম তখন ডাক্তার নিয়ে সাকিবের বাসায় হাজির হয়।
কামাল সাহেব দাওয়াতের উদ্দেশ্যে দূর-দূরান্তে গমন করেন এবং শরিয়তের নীতিমালা অনুসরণ করে দাওয়াহ কার্যক্রম চালান।
অগণতান্ত্রিক শাসন ও আন্তর্জাতিক চক্রান্তে সৃষ্ট সিরীয় যুদ্ধ থেকে বাঁচতে হাজারো মানুষ নৌ ও স্থল পথে পালিয়ে বিভিন্ন দেশের উদ্দেশ্যে পা বাড়ায়। পথে তাদের ওপর নেমে আসে অবর্ণনীয় দুর্যোগ। সাগরপারে আইলান কুর্দি নামক এক নিষ্পাপ শিশুর নিথর দেহের ছবি বিশ্ব বিবেককে নাড়া দেয়। দুর্দশাগ্রস্ত শরণার্থীদের জন্য সীমান্ত খুলে দেয় তুরস্ক।
জনাব মনির হোসেন গত পরশু নির্বিচারে গাছ কেটে একটি বাগান পরিষ্কার করেন। তিনি সেখানে একটি ফার্ম গড়ে তুলবেন বলে কাজটি করেন।
রাসুল (স) বলেছেন, 'কোনো মুসলমান যদি কোনো বৃক্ষরোপণ করে অথবা কোনো শস্যের বীজ বপন করে তারপর উহা থেকে কোনো ফল উৎপন্ন হয়, আর উহা যদি কোন মানুষ, পশু-পাখি বা অন্য কেহ ভক্ষণ করে তবে তা সে ব্যক্তির জন্য সাদকা বলে গণ্য হবে।"
বাংলাদেশে সিডরে আক্রান্ত হাজার হাজার মানুষের সেবায় বিভিন্ন সংগঠনগুলো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তাদের মমতাপূর্ণ আচরণে ক্ষতিগ্রস্ত উপকূলবাসী আবার নতুন করে বাঁচতে শিখেছে।
শফিক ও সুজন দুইজন খুব ভালো বন্ধু। Social Networking এর মাধ্যমে ওদের পরিচয়। দুজনের আদর্শগত অভিন্ন মতই ওদের বন্ধুত্বের একমাত্র কারণ। ওরা দুজনেই ইসলামি জীবনযাপন করে।
শ্রেণিকক্ষে শিক্ষক একটি হাদিস বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা (রা) বর্ণিত এ হাদিসে ইমানের সত্তরের চেয়েও বেশি শাখার কথা বলা হয়েছে।
ইসহাক সাহেব ও ইসমাইল সাহেব একই অফিসে চাকরি করেন। ইসহাক সাহেব প্রায়ই ইসমাইল সাহেবের আত্মসম্মানে আঘাত করে কথা বলেন।
Read more