রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-২

উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনারের স্থান নির্বাচন

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-২ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

৩.১.৫ উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনারের স্থান নির্বাচন

এয়ার কন্ডিশনার স্থাপনে দেয়াল নির্বাচন- 

১। মুক্ত দেয়াল (Free Wall) কোন দিকে তা দেখতে হবে 

২। চার দেয়াল মুক্ত থাকলে অগ্রাধিকার ভিত্তিতে যথাক্রমে উত্তর, পূর্ব, দক্ষিণ ও পশ্চিম দেয়াল নির্বাচন করতে হবে। 

৩। মেঝে হতে ৩ থেকে ৫ ফুট বা ১ থেকে ১.৭৫ মিটার উচ্চতায় স্থাপন করতে হবে 

৪। সম্ভব হলে পাশের দেয়ালে স্থাপন করতে হবে 

৫। কাচের দেয়াল হলে লোহার স্তম্ভ (Stand) লাগবে।

 

এয়ার কন্ডিশনার চালানোর আগে লক্ষণীয় বিষয়-

১। সার্ভিস লাইনের সাইজ/ কারেন্ট বহন করার ক্ষমতা 

২। এনার্জি মিটারের ক্ষমতা 

৩। মিটার থেকে এসির জন্য সরবরাহ লাইনের সাইজ, কারেন্ট বহন ক্ষমতা 

৪। প্লাগ, সকেট, সার্কিট ব্রেকারের মান 

৫। আর্থিং এর ব্যবস্থা 

৬। এসি নির্মাতা কর্তৃক নির্দেশনা

 

 

Content added || updated By
Promotion