প্রত্যেক বস্তুর ওজন আছে। বিভিন্ন দেশে বিভিন্ন এককের সাহায্যে বস্তু ওজন করা হয়।
১০ মিলিগ্রাম (মি. গ্রা.) = ১ সেন্টিগ্রাম (সে.গ্রা.) ১০ সেন্টিগ্রাম = ১ ডেসিগ্রাম (ডেসিগ্রা.) ১০ ডেসিগ্রাম = ১ গ্রাম (গ্রা.) ১০ গ্রাম = ১ ডেকাগ্রাম (ডেকা গ্ৰা.) ১০ ডেকাগ্রাম = ১ হেক্টোগ্রাম (হে.গ্ৰা.) ১০ হেক্টোগ্রাম = ১ কিলোগ্রাম (কে.জি.) |
ওজন পরিমাপের একক : গ্রাম | ১ কিলোগ্রাম বা ১ কে.জি. = ১০০০ গ্রাম |
মেট্রিক পদ্ধতিতে ওজন পরিমাপের জন্য ব্যবহৃত আরও দুইটি একক আছে। অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য কুইন্টাল ও মেট্রিক টন একক দুইটি ব্যবহার করা হয়।
১০০ কিলোগ্রাম = ১ কুইন্টাল ১০০০ কিলোগ্রাম = ১ মেট্রিক টন |
কাজ : ১ । দাগকাটা ব্যালেন্স দ্বারা তোমরা তোমাদের ৫টি বইয়ের ওজন বের কর। ২ । ডিজিটাল ব্যালেন্সের সাহায্যে তোমাদের ওজন নির্ণয় কর। |
উদাহরণ ২। ১ মেট্রিক টন চাল ৬৪ জন শ্রমিকের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কী পরিমাণ চাল পাবে?
সমাধান : ১ মেট্রিক টন = ১০০০ কেজি
৬৪ জন শ্রমিক পায় ১০০০ কেজি চাল
= ১৫.৬২৫ কেজি চাল
= ১৫ কেজি ৬২৫ গ্রাম চাল
প্রত্যেক শ্রমিক ১৫ কেজি ৬২৫ গ্রাম চাল পাবে।
Read more