কপটবন্ধু-কথা

অষ্টম শ্রেণি (মাধ্যমিক) - সংস্কৃত - প্রথম অধ্যায় | | NCTB BOOK

আসীৎ বাণীপুরং নাম কশ্চিদ গ্রামঃ। তত্র আস্তাং শ্যামলঃ কমলশ্চ য়ৌ বন্ধু। একদা ভৌ বনমার্গেণ গচ্ছন্তৌ

ভলুকমেকম্ অপশ্যতাম্। তমবলোক্য ভয়োর্মনসি ভয়ং সঞ্জাতম্। অতঃ প্রাণরক্ষার্থং তৌ যত্নম্ অকুরতা।
বলিষ্ঠঃ শ্যামলঃ তৎক্ষণাদের নিকটস্থং বৃক্ষমারুঢ়ঃ। কমলস্য তু বৃক্ষারোহণে সামর্থ্যং নাসীৎ। নিরুপায়ঃ স
বৃক্ষস্য অধোভাগে মৃত ইব স্থিতঃ। ভল্লুকব্রাগভ্য নাসিকয়া আড্ডায় তাং মৃতং মত্যু প্রস্থিতঃ।
গতে ভলুকে শ্যামলো বৃক্ষাৎ অবতীর্য অবদৎ, “সখে কমল! ভলুকস্তে কর্ণে কিমকথয়" কমলো বদৎ,
“বিপদি মিত্রং পরিত্যজ্য যঃ পলায়তে স ন প্রকৃতো বন্ধুঃ। অবশ্যমের স পরিত্যাজ্য ইতি ভলুকেনোক্রম্।"

আপসু মিত্রং জানীয়াৎ।

অনুশীলনী

শব্দার্থ :

মনসি— মনে। অধোভাগে— নিচে। নাসিয়া নাক দ্বারা। মতা মনে করে। আদ্রায় ঘ্রাণ নিয়ে।
-
পরিত্যজ্য পরিত্যাগ করে। পরত্যাজ্যঃ- পরিত্যাগের যোগ্য। আপঙ্গু বিপদে।

ব্যাকরণ

(ক) সন্ধিবিচ্ছেদ :

ভকমেকম্ [ = ভলুকম্ + একম্। তমবলোক্য = তম্ + অবলোক্য। ভলুকাপত্য = ভলুকঃ + ত +
আগত্য। ভলুকেনোক্তম্ = ভলুকেন + উক্তম। অবশ্যমের = অবশ্যম্ + এব।

(খ) কারণসহ বিভক্তি নির্ণয় :

মনসি— অধিকরণে ৭মী। বৃক্ষম— কর্মে ২য়া। নাসিয়া- করণে ৩য়া। ভলুকেন— কর্তায় ওয়া। তে
সম্বন্ধে ওষ্ঠী। বৃক্ষাৎ— অপাদানে ৫মী।

(গ) ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় :

নিরুপায়ঃ— নাস্তি উপায়ঃ যস্য সঃ (বহুব্রীহিঃ)। বৃক্ষারোহণে বৃক্ষস্য আরোহণম্ (ষষ্ঠীত), তস্মিন্।
বনমার্গেণ বনস্থিতঃ মার্গঃ (মধ্যপদলোপী কর্মধারয়ঃ), তেন। নিকটস্থ - নিকটে তিষ্ঠিতি যঃ
(উপপদত), তম্ ।

প্রশ্নমালা

সঠিক উত্তরটি পাশে টিক (/) চিহ্ন দাও :

(ক) বাণীপুর একটি দেশের/গ্রামের/নগরের/প্রদেশের নাম।

(খ) শ্যামল ও কমল বনের ভেতর দেখেছিল বাঘ/ সিংহ/শূকর/ভলুক।

(গ) ভয়ার্ত শ্যামল আরোহণ করেছিল গাছে/পর্বতে/টিনের চালে/স্তষ্কে।

(ঘ) ভলুক কমলকে দস্তাঘাত / নখাঘাত / আঘ্রাণ/পদাঘাত করেছিল।
(ঙ) বন্ধুকে বুঝতে হবে বিপদ কালে/সম্পদ কালে/ মৃত্যু কালে/বিবাহ কালে।

শূন্যস্থান পূরণ কর :

(ক) শ্যামলঃ
ছৌ বন্ধু।

ভয়ং সঞ্জাতম্।

-সামর্থ্য मাসী।

কমলস্য তু
-

কর্ণে কিমকথয়।

সন প্রকৃতো

বাক্য রচনা কর :
আসীৎ, অত্র, মনসি, অবতীর্য, বন্ধুঃ ।

৪। শব্দার্থ দেখ

অধোভাগে, আপস, মড়া, পরিত্যাজ্যঃ, আঘ্রায়।

সন্ধি বিচ্ছেদ কর :

তমবলোকা, ডলুকমেকম্, তয়োর্মনসি, বৃক্ষমারূঢ়ঃ, অবশাবে।

কারণসহ বিভক্তি নির্ণয় কর :

বৃক্ষ, ডলুকেন, নাসিকয়া তে, বৃক্ষাৎ।

ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ :
বনমার্গেণ, নিকটস্থ, নিরুপায়ঃ, বৃক্ষারোহণে।

৮।

বাংলায় উত্তর দাও :

(ক) শ্যামল ও কমল কোথায় বাস করত?

(খ) ভলুককে দেখে শ্যামল ও কমলের মনের অবস্থা কিরূপ হয়েছিল?

(গ) প্রাণ রক্ষার জন্য শ্যামল কি করেছিল?

(ঘ) নিরুপায় কমল কি করেছিল?

ভালুক চলে গেলে শ্যামল কমলকে কি বলেছিল?

শ্যামলের কথা শুনে কমল কি বলেছিল?

কখন মিত্রের পরিচয় পাওয়া যায়?

বাংলায় অনুবাদ কর

(ক) একদা তৌ
সাতম্।

(খ) কমলসা তু
প্রস্তিতঃ।

(গ) বিপদি মিত্রহ

ভলুকেনোক্রম্ ।

১০। গল্পটির উপদেশ সংস্কৃত ভাষায় লেখ এবং বাংলায় তার অনুবাদ কর।

১১। 'কলটব্যু-কথা' গল্পটি নিজের ভাষায় লেখ।

টীকা:

হিতোপদেশঃ পণ্ডিত নারায়ণ রচিত একটি গল্পগ্রন্থ। গল্পের মাধ্যমে এতে নীতিশিক্ষা দেয়া হয়েছে।

 

 

Content added || updated By
Promotion