বিগহ-বানর কথা

অষ্টম শ্রেণি (মাধ্যমিক) - সংস্কৃত - প্রথম অধ্যায় | | NCTB BOOK

অস্তি নর্মদাতীরে বিশালো বটবৃক্ষঃ। তত্র নীড়ান বিরচা বিহগাঃ সুখেন নিবসন্তি স্ম। একদা বর্ষাকালে মহতী
বৃষ্টিরভবৎ। তদা কতিপয়াঃ বানরাঃ তস্মিন্ বৃক্ষতলে উপবিষ্টাঃ। তান সিকান্ কম্পমানাংশ্চ দৃষ্ট্বা বিগহা
অবদন, “হস্তপদাদিসংযুক্তাঃ যুয়ং কিমর্থম্ অবসীদ"

তদাকর্ণ বানরাণাং ক্রোধঃ সঞ্জাতঃ। তে অচিন্তয়, “অহো! নীড়েঘু সুখেন স্থিতাঃ বিহগাঃ অমান্ উপহসস্তি।
তদ্‌ভবতু তাবৎ বৃষ্টেরূপশমঃ।"

অনন্তরং শান্তে বারিবর্ষণে বানরাঃ বৃক্ষমারুহা পক্ষিণাং নীড়ান্ অভঞ্জন তেষাং ডিম্বান্ চ ভূমৌ পাতিতবস্তুঃ।

“উপদেশো হি মূর্খাণাং প্রকোপায় ন শান্তয়ে।”

অনুশীলনী

শব্দার্থ :

বিচ্য রচনা করে। মহতী
- প্রচুর। যুয়ম - তোমরা। অবসীদর অবসন্ন হচ্ছ, কষ্ট পাচ্ছ। সুখেন
-
সুখে। অমান্ আমাদেরকে। উপসি উপহাস করছে। আবুহ্য – আরোহণ করে। ভূমৌ
-
-
মাটিতে।

ব্যাকরণ

(ক) সন্ধিবিচ্ছেদ :

বৃষ্টিরভবৎ = বৃষ্টিঃ + অভবৎ কম্পমানাংশ্চ = কম্পমানান্ + চ। বৃষ্টেরুপশমঃ = বৃষ্টেঃ + উপমশঃ ।
বৃক্ষমারুহা = বৃক্ষম্ + আহা।

(খ) কারণসহ বিভক্তি নির্ণয় :

নর্মদাতীরে- অধিকরণে ৭মী। বর্ষাকালে কালাধিকরণে ৭মী। অমান্― কর্মে হয়।। বানরাণাম্ সম্বন্ধে
-
ষষ্ঠী। বারিবর্ষণে— ভাবে ৭মী। প্রকোপায় / শান্তয়ে নিমিত্তার্থে ৪র্থী। ভূমৌ – অধিকরণে ৭মী।

(গ) ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় :

নর্মদাতীরে— নর্মদায়াঃ তাঁরম্ (৬ষ্ঠীত), তদ্দিন। বিহগাঃ- বিহায়সা গচ্ছস্তি যে (উপপদত), তে।
বটবৃক্ষঃ— বটনামকঃ বৃক্ষঃ (মধ্যপদলোপী কর্মধারয়ঃ)

প্রশ্নমালা

সঠিক উত্তরটির পাশে টিক (/) চিহ্ন দাও :
(ক) নর্মদাতীরে ছিল একটি বটগাছ/মিশুলগাছ /নিমগাছ/নারকেলগাছ।

(খ) বটগাছে বাস করত কয়েকটি বানর/বিড়াল পাখি / মূষিক
(গ) বটগাছের নিচে শীতে কাঁপছিল কয়েকটি ভলুক/সিংহ/বানর/শৃগাল।

পাখিগুলোর কথা শুনে বানরেরা আনন্দিত / ক্রুদ্ধ/অনুপ্রাণিত/দুঃখিত হয়েছিল।
বানরেরা পাখিগুলোর ডিম ফেলেছিল পুকুরে/মাটিতে বাগানে /নদীতে।

২।

শুন্যস্থান পূরণ কর :

(ক) বিহগাঃ সুখেন -

(খ) বানরাঃ বৃক্ষতলে

-
ক্রোধঃ সঞ্জাতঃ।

বিহগাঃ — উপহসন্তি।
-

- তাবৎ বৃষ্টেরূপশমঃ।

-

নিচের পদগুলোর সাহায্যে বাক্যরচনা কর :
বিহগাঃ, বর্ষাকালে, সঞ্জাতঃ, উপহসন্তি, ভূমৌ।

৪। শব্দার্থ লেখ :
বিরচ্য, তদা, বানরাঃ, অবসীদথ, আৰুহা।

৫। স্যি বিচ্ছেদ কর :

বৃষ্টিরভবৎ, বৃক্ষমারুহা, কিমর্থন, তদ্ভবস্তু, বৃষ্টেরূপশমঃ।

কারণসহ বিভক্তি নির্ণয় কর :

বর্ষাকালে, বারিবর্ষণে, প্রকোপায়, বানরাণাম্, ভূমৌ ।

ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ
নর্মদাতীরে, বিহগাঃ, বৃক্ষতলে, বটবৃক্ষঃ।

বাংলায় উত্তর দাও :

(ক) বটবৃক্ষটি কোথায় অবস্থিত ছিল।
(খ) পাখিরা কোথায় বাসা তৈরি করেছিল?

বৃক্ষতলে কারা বসেছিল?

পাখিরা বানরগুলোকে কি বলেছিল?

পাখিদের কথা শুনে বানরেরা কি চিন্তা করেছিল?
(চ) বৃষ্টি থেমে গেলে বানরেরা কি করেছিল?

বাংলায় অনুবাদ কর :

(ক) তন্য কপিয়া
অবসীদখ?

(খ) তে অচিন্তয়ন্

• বৃষ্টেরূপশমঃ।

(গ) অনন্তরং শাস্তে
পাতিতবস্তুঃ।

১০। 'বিহগ-বানর-কথা' গল্পটির উপদেশ সংস্কৃতে লেখ এবং বাংলা ভাষায় তার অনুবাদ কর।

১১। 'বিগহ-বানর-কথা' গল্পটি বাংলায় লেখ।

 

 

 

Content added By
Promotion