কমার্শিয়াল এ্যাপ্লায়েন্সেস সমূহকে মেজারিং ইন্সট্রুমেন্টের সাহায্যে পরীক্ষা করতে পারব

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-২ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK
10
10

৪.২ কমার্শিয়াল এ্যাপ্লায়েন্সেস সমূহকে মেজারিং ইন্সট্রুমেন্টের সাহায্যে পরীক্ষা করতে পারব।

এই শিখনফল অর্জনের মাধ্যমে আমরা বিদ্যালয়ের ওয়াটার কুলার, ডি-হিউমিডিফায়ার, ডিসপ্লে কেইস, বোতল কুলারের বিভিন্ন কম্পোনেন্ট পরীক্ষা করে ভালো ও খারাপ কম্পোনেন্ট বাছাই করতে পারব ।

শ্রেণির তাত্ত্বিক কাজ

আমরা ১,২,৩ অধ্যায়ে ওয়াটার কুলার, ডি-হিউমিডিফায়ার, ডিসপ্লে কেইস, বোতল কুলারের বিভিন্ন অংশ পরীক্ষা করার কৌশল জেনেছি। বিদ্যালয়ের ওয়াটার কুলার, ডি-হিউমিডিফায়ার, ডিসপ্লে কেইস, বোতল কুলারের বিভিন্ন কম্পোনেন্ট সংগ্রহ করে পরীক্ষা করি এবং ভালো ও খারাপ কম্পোনেন্ট বাছাই করে নিচের এ্যাক্টিভিটি ফর্মটিতে লিপিবদ্ধ করি।

 

Content added By
Promotion