কর্মক্ষেত্রে ঝুঁকি

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-২ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK
19
19

কর্মক্ষেত্রে ঝুঁকি

কর্মক্ষেত্রে জান, মাল ও সম্পদের ক্ষতির সমূহ সম্ভাবনাকে ঝুঁকি বা রিক্স (Risk) বলে। আর ক্ষতি সাধনের জন্য সক্রিয় উপাদানগুলিকে বলে হ্যাজার্ড (Hazard)।

কর্মক্ষেত্রে ঝুঁকির উপাদান বা হ্যাজার্ড-

  • অরক্ষিত মেশিন 
  • অগোছালো কর্মস্থল 
  • ওয়েল্ডিংয়ের কাজ
  • উচ্চ শব্দ 
  • ক্ষতিকর রাসায়নিক 
  • অসুবিধাজনক অবস্থানে কাজ করা
  • ভারী বস্তু উঠানামা করা 
  • আবদ্ধস্থানে কাজ করা 
  • স্ব-উদ্ভাবিত সরঞ্জাম 
  • মেশিন চালু রেখে স্থান ত্যাগ
  • অপর্যাপ্ত আলো
  • শিফটের পরে বা একাকী কাজ করা ।

 

Content added By
Promotion