কর্মক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK
8
8

প্রাথমিক চিকিৎনা-

একজন আহত ব্যক্তিকে সর্বপ্রথম যে সহযোগিতা বা সেবা প্রদান করা হয়, তাকে প্রাথমিক চিকিৎসা বলে । অন্যভাবে আমরা বলতে পারি কোন দৈব দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ কিংবা আপদকালীন সময়ে কোনো আহত ব্যক্তিকে ডাক্তারের কাছে অথবা হাসপাতালে বা অন্য কোন চিকিৎসা কেন্দ্রে প্রেরণের পূর্বে তার অবস্থার যাতে অবনতি না ঘটে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করাকে প্রাথমিক চিকিৎসা বলে। 

প্রাথমিক চিকিৎসার লক্ষ্য/ উদ্দেশ্য

  • জীবন রক্ষা বা আঘাত উপশমের ব্যবস্থা করা
  • রোগীর অবস্থা যাতে আরও অবনতির দিকে না যায় তার ব্যবস্থা গ্রহণ করা
  • আরোগ্য লাভ বা পুনঃরুদ্ধারের অগ্রগতি সাধনে সহায়তা করা
  • ভাঙ্গা হাড় অনড় রাখা
  • ব্যাথার উপশম করা

প্রাথমিক চিকিৎসায় করণীয়

  • কী ঘটেছে খুঁজে বের করা
  • যে কোনো বিপদাপদ থেকে সাবধান হওয়া এবং এদের মোকাবেলায় সঠিক ব্যবস্থা গ্রহণ করা 
  • রোগীর জখম বা গুরুতর অবস্থা ধীরস্থির মস্তিষ্ক এবং দক্ষভাবে মোকাবেলা করা
  • হাতের কাছে যা কিছু পাওয়া যাবে, তা কাজে লাগিয়ে সেবা দেয়া 
  • আহতের যত্নের পরবর্তী পর্যায়ের ব্যবস্থা করা
  • বিশ্রামের পরামর্শ দেয়া অথবা আহতকে হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করা

প্রাথমিক চিকিৎসার বর্জনীয়

  • নিজেকে ডাক্তার মনে করা
  • বিষ পানের রোগীকে ঘুমাতে দেয়া
  • আহতকে মৃত বলে ঘোষণা করা
  • অজ্ঞান অবস্থায় রোগীকে কিছু খেতে দেয়া

প্রাথমিক চিকিৎসার কার্যস্তর

লক্ষণ নির্ণয়: প্রাথমিক চিকিৎসককে সর্বপ্রথম রোগীর বিভিন্ন লক্ষণ দেখে রোগ বা করণীয় নির্ণয় করতে হবে ।

চিকিৎসা: রোগীর দুর্ঘটনার কারণ বা রোগ নির্ণয় করে যত দ্রুত সম্ভব তার প্রতিকারের ব্যবস্থা করতে হবে। নির্ধারিত পদ্ধতি অনুযায়ী রোগীর চিকিৎসা করতে হবে।

স্থানান্তর: পরিস্থিতি অনুযায়ী রোগীকে ডাক্তারের কাছে বা হাসপাতালে বা তাঁর বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে ।

 

 

Content added By
Promotion