কার এসিতে ব্যবহৃত রোটারি ও রেসিপ্রোকেটিং কম্প্রেসরের তুলনায় সোয়াশ প্লেট কম্প্রেসরের সুবিধা

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK
10
10

কার এয়ারকন্ডিশনিং ব্যবহৃত রোটারি রেসিপ্রোকেটিং কম্প্রেসর এবং সোয়শ প্লেট কম্প্রেসর উভয়ই হিমায়ক সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তবুও রোটারি রেসিপ্রোকেটিং কম্প্রেসরের তুলনায় সোয়শ প্লেট কম্প্রেসর হিমায়ন সিস্টেমে অধিক কার্যকারী। নিচে রোটারি রেসিপ্রোকেটিং কম্প্রেসরের তুলনায় সোয়াশ প্লেট কম্প্রেসরের সুবিধাগুলো আলোচনা করা হল-

১) সোয়াশ প্লেট কম্প্রেসরের SAE ফ্লায়ার কানেকশন বা রোটো-লক কানেকশন (SAE Flaire Connection or Roto - Lock Connection) এবং পিস্টন, সোয়াশ প্লেট ও পুলি বিয়ারিং ইত্যাদি অভ্যন্তরে সাম্যবস্থায় থাকে বলে এ ধরনের কম্প্রেসরে রোটারি রেসিপ্রোকেটিং কম্প্রেসর হতে নিঃশব্দে (Soundless) এবং কম্পনমুক্ত (Vibrationless) ভাবে চলে ।

২) সোয়াশ প্লেট কম্প্রেসরে মুভিং পার্টসগুলো (Moving Parts) গতির তারতম্যে ( Speed Variation) ব্যালেন্স থাকে, তাই রোটারি রেসিপ্রোকেটিং কম্প্রেসর হতে এর তাপীয় দক্ষতা (Thermal Efficiency) আয়তনিক দক্ষতা (Volumetric Efficiency) এবং কুলিং ক্যাপাসিটি (Cooling Capacity) বেশি হয়।

৩) সোয়াশ প্লেট কম্প্রেসর সাকশন লাইনে হিমায়ক অপসারণের হার বেশি, যাতে সময় কম লাগে। কিন্তু রোটারি রেসিপ্রোকেটিং কম্প্রেসর হিমায়ক অপসারণের হার (Refrigerant Removing Rate) তুলনামূলক কম এবং সময় বেশি প্রয়োজন হয় ৷

৪) সোয়াশ প্লেট কম্প্রেসরে হিমায়ক প্রবাহের হ্রাস-বৃদ্ধি প্লেটের কৌণিক পরিমাণের (Anguler Measurement) উপর নির্ভর করে, যা রোটারি রেসিপ্রোকেটিং কম্প্রেসর হতে অতি সুক্ষ্ম হয় কিন্তু রোটারি কম্প্রেসরে সর্বদা একই পরিমাণ হিমায়ক সরবরাহ হয়ে থাকে।

৫)সোয়াশ প্লেট কম্প্রেসরে উচ্চ আপেক্ষিক আরতনে (High Specite Volume) হিমায়ককে নিম্ন সাকশন চাপে প্রবাহিত হতে পারে কিন্তু রোটারি রেসিপ্রোকেটিং কম্প্রেসরে এভাবে হিমায়ক প্রবাহ দুরূহ।

৬) সোয়াশ প্লেট কম্প্রেসরে নিম্ন তাপমাত্রারও (Low Temperature) কার্যকরি থাকে কিন্তু রোটারী রেসিপ্রোকেটিং কম্প্রেসরে নিম্ন তাপমাত্রার কার্যকারিতা থাকে না।

৭ ) ক্ষমতা অনুসারে সোয়াশ গ্রেট কম্প্রেসর (Installation) অল্প জায়গা বা স্থান প্রয়োজন হয় কিন্তু রেসিপ্রোকেটিং কম্প্রেসরে সম ক্ষমতায় অনেক বড় স্থানের প্রয়োজন পড়ে।

৮) সোয়াল প্লেট কম্প্রেসরে অয়েল পুরোপুরি বা সম্পূর্ণ অংশ হিমারকের সাথে ক্রিয়া করে না। তাই হিমায়নের তলের ঘাটতি কম হয় কিন্তু রোটারি রেসিপ্রোকেটিং কম্প্রেসর হিমায়ন তেলের ঘাটতি ( Losses of Refrigeration Oil or Compressor Oil) বেশি হয়।

 

 

Content added By
Promotion