কার এসির ইভাপোরেটর

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK
10
10

কার এসির ইভাপোরেটর (Evaporator of Car AC)

এয়ারকন্ডিশনিং সিস্টেমের যে অংশে তরল রেফ্রিজারেন্ট সুপ্তভাগ গ্রহ করে বাষ্পীভূত হয় তাকে ইভাপোরেটর বলে। ইভাপোরেটরকে হিট এক্সচেঞ্জারও বলা হয়। কার এসিতে সাধারণত ফিল টাইপ ইভাপোরেটর ব্যবহার করা হয়।

কার এয়ারকন্ডিশনিং এ ইভাপোরেটরের প্লেনাম চেম্বার ড্যাশবোর্ডের সাথে যুক্ত থাকে। ইভাপোরেটর মেটালিক বা হার্ড প্লাস্টিক দিয়ে তৈরি ভাঙে শীতল বাতাস সরবরাহ দিয়ে থাকে।

ইভাপোরেটরের মূল কাজগুলো হল: 

১) ইভাপোরেটর লো প্রেসারের তরল রেফ্রিজারেন্টকে বাস্পীভূত করে। 

২) ইভাপোরেটর নিজে তাপ গ্রহণ করে এয়ারকন্ডিশনিং সিস্টেমের অন্যান্য জায়গা তুলনামূলক নিম্ন তাপমাত্রায় আনতে পারে। 

৩) এটি তাপ বহনকারী উপাদান হতে তাপ শোষণ করে। 

৪) ইভাপোরেটর এয়ারকন্ডিশনিং সিস্টেমের কর্মক্ষমতা বৃদ্ধি করে।

কার এয়ারকন্ডিশনিং-এ সাধারণত ফিল্ড ফোর্সড কনভেকশন টাইপ ইভাপোরেটর ব্যবহৃত হয়। ইভাপোরেটরের সাধারণ ত্রুটিগুলি কন্ডেন্সারেরই মত এবং মেরামতও প্রায় একই রকম।

 

 

Content added || updated By
Promotion