কার এসির কম্ভেলার

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK
10
10

কার এসির কন্ডেন্সার (Condenser of Car AC )

কার এয়ারকন্ডিশনিং এ কন্ডেন্সার হিমায়ন চক্রের গুরুত্বপূর্ণ একটি উপাদান (Components)। কন্ডেন্সারের যথাযথ মেইনটেন্যান্স ও ছোট খাট কিছু ত্রুটির জন্য কার এসির কর্মক্ষমতায় বেশ প্রভাব পড়ে।

কন্ডেন্সারের কাজ

কন্ডেন্সার কম্প্রেসর থেকে আগত উচ্চ চাপীয় বাষ্পীয় হিমারর্কের ভাগ অপসারণ করে ভরল হিমায়ককে Liquid Refrigerant) পরিণত করে। কন্ডেন্সর একটি হিট এক্সচেঞ্জার ( Heat Exchanger) যা উচ্চ তাপমাত্রা থেকে তাপ বিনিময় (Heat Transfer) করে নিম্ন তাপমাত্রায় আনয়ন করে। গঠন ও কুলিং মিডিয়ার উপর নির্ভর করে কন্ডেন্সার অনেক প্রকার হতে পারে তবে কার এসিতে ফিল ফোর্সড এয়ার কুন্ড টাইপ ব্যবহার করা হয় ।

কার এয়ারকন্ডিশনিং এর হিমায়ন চক্রের যে অংশ সুপ্ত তাপ অপসারণের মাধ্যমে উচ্চ চাপের বাষ্পীয় হিমায়ককে তরলে পরিণত করা হয়, তাকে কভেলার (Condenser) বলে।

কন্ডেন্সারের কার্য ক্ষমতার ফ্যাক্টর 

সঠিকভাবে কাজের নিমিত্তে একটি কন্ডেন্সরের নিম্নলিখিত ফ্যাক্টরগুলো বিবেচনা করতে হয়। যথা-

  • কুলিং মিডিয়ার সংখ্যা (Quantity of Cooling Medium) 
  • কন্ডেন্সিং সারফেসের পরিমাণ (Amount of Condensing Surface) 
  • কুলিং মিডিয়ার বেগ (Velocity of Cooling Medium). 
  • হিমায়কের প্রকৃতি (Types of Refrigerant)
  • হিমায়কের বিশুদ্ধতা (Purity of Refrigerant )

কন্ডেন্সারের দক্ষতা দু'টি বিষয়ের উপর নির্ভর করে যেগুলো হল-

  • ইফেক্টিভ টেম্পারেচার ডিফারেন্টসিয়াল (Effective Temperature Differential ) 
  • হাই-হিট ট্রান্সফার কো-ইফিসিয়েন্ট (High Heat Transfer Co- Efficient)

কন্ডেন্সারের অবস্থান

হিসারক চক্রে কন্ডেন্সার কম্প্রেসরের পরে এবং এক্সপানশন ডিভাইসের আগে বসানো হয়। তবে কারে কন্ডেন্সারটি রেডিয়েটরের সামনে বসানো হয়, তাতে ফোর্সড এক্সার (Forced Air) চলমান গাড়ি থেকে কন্ডেন্সরের বহিরাবরণে স্পর্শ করে। এক্ষেত্রে হিমায়ক ভরলিকরনে (Liquidification) প্রচুর বাতাস গ্রহণ করতে পারে। কন্ডেন্সারের ভেতর দিয়ে উচ্চ তাপীয় ও চাপীয় হিমায়ক প্রবাহিত হওয়ার সময় বাতাসের মাধ্যমে কন্ডেন্সারের অভ্যন্তরে ঠান্ডা হয়ে তরলে পরিণত হয়। চিত্র ৩.১৯ এ কার এয়ারকন্ডিশনিং এ ব্যবহৃত কভেলার দেখানো হয়েছে ।

কন্ডেলারের লক্ষনীয় সাধারণ ত্রুটি বা কর্মক্ষমতায় প্রভাব ফেলে

কন্ডেন্সারের লক্ষণীয় সাধারণ ত্রুটিগুলি হল-

  • ৰাতাস প্রবেশ পথে কোন কারণে বাধার সৃষ্টি হতে পারে
  • আঘাতের কারণে কভেপারের ফিনসগুলি চ্যাপ্টা হয়ে যেতে পারে (ফিনস কম দিয়ে উঠাতে হয়)
  • কন্ডেন্সারের সারফেসে ময়লা জমতে পারে (সাধারণ ধূলাবালি হলে ব্রোয়ারের বাতাস দিয়ে, অপেক্ষাকৃত ভারী স্তর পরলে পানি দিয়ে, তৈলাক্ত আঠালো আবরণ পরলে সাবান পানি বা কস্টিক সোভা ও পানির মিশ্রন ১:৮ হারে দিয়ে পরিষ্কার করতে হয়)

 

 

Content added By
Promotion