কুইক সেটআপ উইজার্ড অপশন সম্পর্কে বর্ণনা (৩.৫)

এসএসসি(ভোকেশনাল) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-২ প্রথম পত্র (নবম শ্রেণি) | - | NCTB BOOK
37
37

কুইক সেটআপ উইজার্ড অপশন সম্পর্কে বর্ণনা(Quick Setup):

কুইক সেট আপ উইজার্ড অপশন পাওয়ার জন্য File-এ গিয়ে New-তে ক্লিক করলে চিত্রের মত ডায়ালগ বক্স আসবে, এখন এই বক্সের Use a Wizard অপশনে ক্লিক করলে Quick Setup অপশনটি চলে আসৰে। Quick Setup অপশনটি সিলেক্ট করে ok বাটন ক্লিক করলে ডায়ালগ বক্স আসবে। ডায়াল বক্সের দুইটি অপশন unit এবং Area সেট করে Finish বাটন ক্লিক করলে সেট করা মান নিয়ে নতুন ফাইল ওপেন হবে।

 

Content added By
Promotion