সাধারণভাবে ক্রয়মূল্য বলতে বুঝায় পণ্য ক্রয়ের সময় বিক্রেতাকে যে মূল্য প্রদান করা হয়ে থাকে। কিন্তু প্রকৃত অর্থে বিক্রেতাকে দেওয়া প্রদত্ত অর্থের সাথে ক্রেতার গুদাম পর্যন্ত পণ্য পৌঁছানো বাবদ যে সমস্ত আনুষঙ্গিক খরচ সংঘটিত হয়ে থাকে, তার যোগফলের সমষ্টিই হচ্ছে ক্রয়মূল্য। ক্রেতার দোকান বা গুদামে পৌঁছানো পর্যন্ত যে সমস্ত খরচ সংঘটিত হয়, তাকে বলা হয় প্রত্যক্ষ খরচ। যেমন- ক্রয় পরিবহন, আমদানি শুল্ক, ডক চার্জ, কুলি খরচ ইতাদি। উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝানো হলো:
গাজীপুরের সামাদ এন্ড সন্স চট্টগ্রাম থেকে ৫,০০০ লিটার সয়াবিন তেল ১২০ টাকা লিটার দরে ক্রয় করে। এর জন্য ট্রাক ভাড়া ১৫,০০০, টাকা; কুলি খরচ ১,২০০ টাকা; টোল খরচ ১,০০০ টাকা। গুদামে পণ্য খালাস খরচ ১,৫০০ টাকা পরিশোধ করা হলো। এক্ষেত্রে প্রতি লিটার তেলের ক্রয়মূল্য দাঁড়াবে:
টাকা টাকা
সয়াবিন তেল ক্রয় (৫০০০ লিটার x ১২০ টাকা) ৬,০০,০০০
(+) প্রত্যক্ষ খরচ :
ট্রাক ভাড়া ১৫,০০০
কুলি খরচ ১,২০০
টোল খরচ ১,০০০
পণ্য খালাস খরচ ১,৫০০
১৮,৭০০
মোট ক্রয়মূল্য ৬,১৮,৭০০
প্রতি লিটার তেলের ক্রয়মূল্য ( ৬১৮৭০০ : ৫০০০) = ১২৩.৭৪ টাকা ।
আরও দেখুন...