খাঁচায় কোয়েল পালন

এসএসসি(ভোকেশনাল) - পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং-২ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK
11
11

খাঁচায় কোয়েল পালন

খাঁচায় ৫০টি বয়স্ক কোয়েলের জন্য ১২০ সে.মি. দৈর্ঘ্য, ৬০ সে. মি. প্রস্থ এবং ৩০ সে. মি. উচ্চতাবিশিষ্ট একটি খাঁচা প্রয়োজন । খাঁচার মেঝের জালিটি হবে ১৬-১৮ গেজি, ৩ সপ্তাহ পর্যন্ত বাচ্চার খাঁচা মেঝের জালের ফাঁক হবে ৩ মিলি মিটার এবং বয়স্ক কোয়েলের খাঁচায় মেঝের জালের ফাঁক হবে ৫ মি. মি. × ৫ মি. মি. । খাঁচার দুই পার্শ্বে একদিকে খাবার পাত্র অন্যদিকে পানির পাত্র সংযুক্ত করে দিতে হবে। খাঁচায় ৫০টি কোয়েলের জন্য তিন সপ্তাহ বয়স পর্যন্ত ১০ ইঞ্চি উচ্চতা বিশিষ্ট ২৮ ব. সে. মি. বা ৩ বর্গফুট জায়গার প্রয়োজন ।

শ্রেণির তাত্ত্বিক কাজ

১৫০টি বয়স্ক কোয়েলের জন্য খাঁচার মাপ কত ? 

১০০০টি কোরেলের জন্য সপ্তাহ বর পর্যন্ত বাঁচার কত বর্গফুট জারগার প্রয়োজন?

 

 

Content added By
Promotion