মুরগির ঘর নির্মাণে কোনো ভুল বা ত্রুটি করা চলবে না। মুরগিকে আরামদায়ক পরিবেশ নিরাপদ ও রোগমুক্ত রাখার জন্য ঘরের প্রয়োজন। খোলামেলা উঁচু জায়গায় প্রচুর আলো ও বাতাস চলাচল করে এমন জায়গায় ঘর তৈরি করতে হবে।
বর্তমান বিশ্বে প্রধানত দুই ধরনের ঘরে মুরগি পালন হয়। যথা:
(১) খোলামেলা ঘর
(২) আবহাওয়া নিয়ন্ত্রিত ঘর।
লেয়ার খামারের খোলামেলা ঘর তৈরির বিবেচ্যবিষয় (Considerations of constructing an open house layer farm):
১. ঘরের অবস্থান ও প্রকৃতি:
২. ঘরের প্রশস্ততা :
৩. ঘরের দৈর্ঘ্য:
৪. ঘরের উচ্চতা:
৫. ঘরের চালাঃ
৬. তাপ নির্গমনঃ
৭. তাপ নিরোধক:
৮. ঘরের মেঝে:
৯. ঘরের দরজা:
১০. ঘরের অবস্থান :
১১. পরিবেশ :
১২. বিভিন্ন পদ্ধতিতে লেয়ার মুরগি প্রতি মেঝেতে স্থান :
তাত্ত্বিক কাজ:
১০০টি ডিমপাড়া মুরগির ঘরের মেঝের পরিমাপ হিসেব করে দেখাও ।
Read more