খেলার মাধ্যমে কুইজের উত্তর দেবো

অষ্টম শ্রেণি (মাধ্যমিক ২০২৪) - খ্রিষ্টধর্ম শিক্ষা - অঞ্জলি ১ | | NCTB BOOK
11
11

উপহার ১৮

খেলার মাধ্যমে কুইজের উত্তর দেবো

 

সুপ্রিয় শিক্ষার্থী, শ্রেণিকক্ষের সবার সাথে শুভেচ্ছা বিনিময় করো। শিক্ষকের সাথে প্রার্থনার মাধ্যমে সেশনটি শুরু করবে।

আজ তোমরা কুইজ খেলার জন্যে নিশ্চয়ই প্রস্তুত হয়ে এসেছো। তোমরা পূর্বের সেশনগুলোতে যে সমস্ত বিষয়ে অভিজ্ঞতা ও ধারণা পেয়েছো সে বিষয়ের উপর কুইজ খেলার জন্যে নিচের নমুনার মত একটি উত্তর কার্ড শিক্ষক তোমাদের দেবেন। এরপর শিক্ষক এলোমেলো করে প্রশ্ন করবেন। তুমি ঘটনার ক্রমানুসারে উত্তরগুলো কার্ডের নম্বর ঘরে ক্রমান্বয়ে লিখবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি শেষ করার চেষ্টা করবে।

 

কুইজের খেলা

 

প্রিয় শিক্ষার্থী, নমুনা 'উত্তর কার্ড' নিচে দেওয়া হলো।

 

কার্ডে উত্তর দেওয়ার পরে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী পরের কাজগুলো করবে। কুইজ শেষ হয়ে গেলে তোমার উত্তরকার্ডটি তোমার হাতে রাখো। কারণ, তোমার শিক্ষক তোমাদের উত্তরপত্র দিয়ে মজার কিছু করতে পারেন।

বাড়ির কাজ

 

শিক্ষক তোমাকে গির্জা বা উপাসনায় অংশগ্রহণ করে যীশু খ্রীষ্টের পুনরুত্থান, স্বর্গারোহণ এবং পুনরাগমন সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে বলবেন। এছাড়াও তোমার স্কুলের ও চার্চের পাঠাগারের এবং ধর্মীয় সংগঠনের পাঠাগারের অন্যান্য খ্রীষ্টধর্মীয় বই থেকে তথ্য সংগ্রহ করতে বলবেন। তোমরা প্রত্যেকে যে সমস্ত ধারণা ইতোমধ্যে পেয়েছো, সে সমস্ত বিষয় থেকে নিজের দ্বিধা-দ্বন্দ্ব দূর হওয়া, উপলব্ধি, এবং বিশ্বাসের একটি এক পৃষ্ঠার প্রতিবেদন আগামী সেশনে নিয়ে আসবে এবং শ্রেণিকক্ষে উপস্থাপন করবে।

শিক্ষক তোমাকে হয়তো শেষ প্রার্থনা করতে বলতে পারেন, তাই প্রস্তুত থাকো। এরপর শিক্ষককে ধন্যবাদ জানিয়ে বিদায় সম্ভাষণ জানাও।

Content added || updated By
Promotion