গ্রাফিক্স শব্দের অর্থ চিত্র বা অঙ্কন সম্বন্ধীয় কোনোকিছু। ডিজাইন শব্দের অর্থ নকশা। এক কথায় বলতে গেলে ড্রয়িং, ছবি, ইমেজ এই ধরনের কাজকে গ্রাফিক্স ডিজাইন বলে। আরো সহজ ভাষায় বলতে গেলে, চিত্র দ্বারা নকশা তৈরির প্রক্রিয়াকেই মূলত গ্রাফিক্স ডিজাইন বলে। গ্রাফিক্স ডিজাইন মূলত ব্যবহার করা হয় কোন উপাত্ত বা ডেটা প্রকাশের উদ্দেশ্যে, নকশা বা শিল্পজাত করণে, আর্ট বা ছাপাখানায় অক্ষর বিন্যাসে অথবা শিক্ষামূলক বা বিনোদন মূলক কোনো কাজে। যেসব সফটওয়্যার ব্যবহার করে গ্রাফিক্স ডিজাইন করা হয় তাদেরকে গ্রাফিক্স ডিজাইন অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে।
ইতোমধ্যেই গ্রাফিক্স ডিজাইনের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। স্টিল ইমেজ গ্রাফিক্স অথবা মোশন গ্রাফিক্স শিখতে নিচে দেওয়া সফটওয়্যারগুলো সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে সবগুলো সফটওয়্যার সংগ্রহ করার প্রয়োজন নেই। গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য পছন্দ অনুযায়ী সফটওয়্যার বাছাই করতে হবে। ১/২ টা সফটওয়্যারের কাজ শিখলেই গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়ে যাবো।
স্টিল ইমেজ গ্রাফিক্স সফটওয়্যার • অ্যাডোবি ফটোশপ (Adobe Photoshop) • অ্যাডোবি ইলাস্ট্রেটর ( Adobe Illustrator ) • অ্যাডোবি ইনডিজাইন (Adobe InDesign) • কোরেল ড্র গ্রাফিক্স স্যুইট (Corel Draw Graphics Suite) • জারা ডিজাইনার প্রো এক্স (Xara Designer Pro X) | মোশন গ্রাফিক্স সফটওয়্যার • অ্যাডোবি আফটার ইফেক্ট (Adobe After Effects) • সিনেমা 4D (Cinema 4D ) • মোচা প্রো (Mocha Pro) • মায়া (Maya) |
👤 নিজে করো: ছকে কম্পিউটারের বিভিন্ন গ্রাফিক্স ডিজাইন অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর নাম দেওয়া আছে। এদের ১টি করে ব্যবহার লিখ। বোঝার সুবিধার্থে একটি করে দেখানো হলো ।
অ্যাপ্লিকেশন সফটওয়্যার | ব্যবহার |
---|---|
Adobe Photoshop | স্টিল ইমেজ গ্রাফিক্স সফটওয়্যার এবং ছবি সম্পাদনার কাজে ব্যবহৃত হয় |
Adobe InDesign | |
CorelDraw Graphics Suite | |
Adobe After Effects | |
Mocha Pro | |
Cinema 4D |