চতুর্দশঃ পাঠঃ বিশেষণের অতিশায়ন

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - সংস্কৃত - তৃতীয় ভাগঃ তৃতীয়ঃ | | NCTB BOOK
3

রামঃ শ্যামাৎ বলবত্তরা।

সিংহঃ পশু বলিষ্ঠ।

অমল বিমলাং কনীয়ান।

মদনঃ ভ্রাতৃ কনিষ্ঠঃ ।

উপরে প্রদত্ত বাক্যগুলো লক্ষ্য কর। প্রথম উদাহরণে রামের সঙ্গে শ্যামের তুলনায় রামের উৎকর্ষ এবং তৃতীয় উদাহরণে অমলের সঙ্গে বিমলের তুলনায় অমলের অপকর্ষ প্রকাশিত হয়েছে। দ্বিতীয় উদাহরণে পশুদের সঙ্গে সিংহের উৎকর্ষ এবং চতুর্থ উদাহরণে ভ্রাতাদের সঙ্গে তুলনায় মদনের অপকর্ম প্রকাশ পেয়েছে। এরূপ- কোন বিশেষণের দ্বারা দুখানের মধ্যে একের কিংবা বস্তুর মধ্যে একের উৎকর্ষ বা অপকর্ম প্রকাশ করাকে বিশেষণের অতিশায়ন বলা হয়। কেউ কেউ একে বিশেষণের তারতম্য বলে থাকেন।

দুজনের মধ্যে তুলনা বোঝালে বিশেষণের উত্তর "তরপূ" ও "জয়সুন' প্রত্যয় হয়। তরুণ প্রত্যয়ের "ভর" এবং

'ঈয়াসুন প্রত্যয়ের "ঈয়স' বিশেষণ পদের সঙ্গে যুক্ত হয়। যেমন- অ্যাম্ অনয়োঃ অতিশয়েন প্রিয়া প্রিয়তরা (প্রিয় + ভরপ)।

=

প্রেয়ান (প্রিয় + ঈয়স্ প্রেয়স্ প্রথমার একবচন)

বস্তুর মধ্যে তুলনা বোঝালে বিশেষণের উত্তর তম (তম) বা ইঠন (ইউ) প্রত্যয় যুক্ত হয়। যেমন- অস্ত্র এখান

অতিশয়েন প্রিয়া = প্রিয়তমা (প্রিয় + তম)। শ্রেষ্ঠ (প্রিয় + হ)।

মনে রাখবে-

ঈয়াসুন ও ইন্ঠন প্রত্যয় যুক্ত হলে অধিকাংশ ক্ষেত্রেই শব্দ নতুন রূপ ধারণ করে। যেমন-

দীর্ঘ

বিশেষণের অতিশায়নবোধক শব্দের তালিকা

বিশেষণ

ঈয়েসুন বা ভরণ

প্রত্যয়ান্ত শব্দ

অস্তিক (নিকট)

নেদীয়

অগ্নীয়স, অল্পতার

দ্রাঘিষ্ঠ

ইউ বা ত

প্রত্যয়ান্ত শব্দ

অমিষ্ঠ, অত

কৃশ

ক্ষিপ্ৰ (বেগবান)

রুশীয়স, কৃশতর ক্ষেপীয়স্, ক্ষিপ্রতার

ফোনীয়স্,ক্ষুদ্রতর

গতীয়, গুরুতর প্রতিয়স, দৃঢ়র

পটীয়স, পটুতর

পুরু

দৃঢ় (কঠিন)

পল্টু (দক্ষ)

প্রেয়স্, প্রিয়তর

শুধু (বৃহৎ স্থল) প্রশস্য (প্রশংসনীয়) শ্রেয়স, জ্যায়স্

প্রিয়

তুয়া, বহুতর

মহীয়, মহত্তর

মণীয়স, মৃদুতর

যধীয়স, কনীয়স্ দঘীয়স্, লঘুতর

বাঢ় (অধিক)

বুদ্ধ

বর্ষীয় জায়

ষ (, ক্ষুদ্র)

জসীয়স্

রুশিষ্ঠ, কৃশতম

ক্ষেপিষ্ঠ, ক্ষিপ্রতম

ক্ষোপিষ্ঠ, ক্ষুদ্রতম

গরিষ্ঠ গুরুতম

পটিষ্ঠ, পটুতম

প্রতিষ্ঠ

শ্রেষ্ঠ, জ্যেষ্ঠ

শ্রেষ্ঠ, প্রিয়তম

ভূষিষ্ঠ, বহুতম

বাহিত

মহিষ্ঠ, মহত্তম

শৰিষ্ঠ, কনিষ্ঠ

লঘিষ্ঠ তম

সাধিষ্ঠ

বর্ধিত, জ্যেষ্ঠ

Content added By
Promotion