পারদর্শিতার মানদন্ড :
(ক) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (PPE)
(ঘ)কাজের ধারাঃ
১. প্রথমে ব্যক্তিগত সুরক্ষা সরগ্রামসমূহ, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল স্টোর হতে সংগ্রহ করো ।
২. তালিকা অনুসারে সুরক্ষা সরঞ্জামাদি যথানিয়মে পরিধান করো।
৩. ঘর নির্বাচন করে যথাবদ্ধভাবে পরিষ্কার করো।
৪. ঘরে বাঁচা, হাইগ্রোমিটার, থার্মোমিটার ও অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন কর এবং ফিউমিগেশন করে ঘর জীবাণুমুক্ত করো।
৫. খাঁচায় মুরগি প্রতিস্থাপিত কর। প্রতি ৬টি মুরগির জন্য মাপ (দৈর্ঘ্য ১৮ × গ্রন্থ ১৭" সামনের উচ্চতা ১৭.৫” এবং পিছনের উচ্চতা ১৫)।
৬. খাঁচার পানি ও খাদ্য সরবরাহ কর। বাড়ন্ত বাচ্চার জন্য তালিকা মোতাবেক এবং লেয়ার প্রতি মুরগির জন্য দৈনিক খাদ্য সরবরাহ করতে হবে ১১৫-১২০ গ্রাম খাদ্য/দিন।
৭. আলোক প্রদানঃ বাড়ন্ত বাচ্চার ক্ষেত্রে শিডিউল মোতাবেক এবং ডিম পাড়া মুরগির দৈনিক ১৬ ঘন্টা আলো ও ৮ঘন্টা অন্ধকার দাও। প্রতি ১০০ বর্গ ফুট জায়গার জন্য ৬০ ওয়াটের একটি বাল্ব ৭ ফুট উচ্চতায় স্থাপন করো ।
৮. ভাপমাত্রা ও আর্দ্রতা নিরন্ত্রণ কর: লেয়ার মুরগির ঘরের কাংখিত তাপমাত্রা ২১ সে. এবং আর্দ্রতা ৬০-৬৫%।
৯. ঘরে মুক্ত বায়ু চলাচলের ব্যবস্থা নিশ্চিত করো ।
১০. সূচী মোতাবেক ভ্যাকসিন ও অন্যান্য ঔষধ প্রদান করো ।
১১. বাড়ন্ত বাচ্চার ক্ষেত্রে নির্ধারিত সময়ে (১৪ সপ্তাহ) ঠোঁট কাট।
১২. লেয়ার লেড হতে দিনে ২ বার ডিম সংগ্রহ করো।
১৩. নির্ধারিত সময় পরে কম ডিম দেয়া মুরগি গুলো ছাটাই করো ।
১৪. রোগাক্রান্ত মুরগির প্রয়োজনীয় ব্যবস্থা নাও
১৫. ৭২ সপ্তাহ পরে মুরগি বিক্রি করে দাও।
১৬. সকল তথ্য রেকর্ড শীট ও রেজিষ্টারে লিপিবদ্ধ করো।
সতর্কতাঃ
Read more