জব ০৫ঃ কোয়েলের বাচ্চা ব্রুডিং

এসএসসি(ভোকেশনাল) - পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং-২ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK
12
12

জবের নামঃ কোয়েলের বাচ্চা ব্রডিং

কোয়েলের বাচ্চা ছোট অবস্থায় পালক কম থাকায় শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না। তাই একে কৃত্রিম ভাবে ব্রুডারের সাহায্যে তাপ প্রদান করা হয়, একে ব্রুডিং বলে। এই সময় তাপ প্রদানের পাশাপাশি খাদ্য, পানি, পিটার ও সামান্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়।

পারদর্শিতা নির্ধারক / মানদণ্ড

  • কোরেলর বাচ্চা ব্রুডিং করা 
  • সঠিক ভাবে চিকগার্ড স্থাপন করা 
  • ব্রুডারের মাধ্যমে সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রন করা 
  • সঠিক জায়গায় খাদ্য পাত্র ও পানি পাত্র স্থাপন করা 
  • ব্রুডিংকালীন সময়ে খাদ্য, পানি, লিটার ও অন্যান্য ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন করা

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামালঃ ব্যক্তি সুরক্ষা সরঞ্জাম (PPE)

 

                     খ) প্রয়োজনীয় কাঁচামাল

 

                       গ) প্রয়োজনীয় যন্ত্রপাতি:

কাজের ধারাঃ

  • সহজে আলো বাতাস চলাচল করতে পারে এমন একটি ঘর নির্বাচন কর। 
  • ঘরটি ভালভাবে পরিষ্কার কর। 
  • জীবাণুনাশক দিয়ে ঘরটি ভালভাবে জীবাণুমুক্ত কর । 
  • ঘরটি শুকানোর পর মেঝেতে গু লিটার ৩-৪ ইঞ্চি পুরু বিছিয়ে দাও । 
  • ঘরটির সুবিধাজনক স্থানে প্রয়োজনানুসারে এক বা একাধিক ব্রুডার স্থাপন কর। ৩০০-৪০০টি বাচ্চা জন্য ১টি ৫ ফুট ব্যাস বিশিষ্ট ব্রুডার নাও ।
  • ব্যাটারি খাচার ক্ষেত্রে ১০০ বর্গ সেমি / বাচ্চা হিসাবে জায়গা রাখ। 
  • বাচ্চার সংখ্যানুসারে ব্রুডারের চতুর্দিকে প্রয়োজনীয় দূরত্বে চিকগার্ড স্থাপন কর । 
  • চিকগার্ডের ভিতরে লিটারের উপর পেপার বিছিয়ে দাও। 
  • পেপারের উপর প্রয়োজনানুযায়ী খাবার ট্রে ও পানি ট্রে স্থাপন কর।
  • থার্মোমিটার ও হাইগ্রোমিটার বাচ্চার পলার সমান উচ্চতার ঝুলিয়ে দাও । 
  • বাচ্চা ছাড়ার ১২ ঘন্টা পূর্বে ব্রুডার চালু করে থার্মোমিটার ও হাইগ্রোমিটারের সাহায্যে তাপমাত্রা ও আর্দ্রতা পরিমাপ কর এবং খেয়াল রাখ তা কাঙ্খিত মাত্রায় আছে কি না ।
  • প্রয়োজনীয় তাপমাত্রা উঠলে চিকগার্ডের ভিতরে একদিনের বাচ্চা ছাড়।

ব্রুডিং পিরিয়ডে বিভিন্ন বয়সে প্রয়োজনীয় তাপমাত্রা নিম্নরূপ:

  • ব্রুডিং কালে বাচ্চাকে তালিকা মোতাবেক প্রয়োজনীয় ষ্টার্টার রেশন ও বিশুদ্ধ পানি পরিবেশন কর। 
  • নির্ধারিত তালিকা মোতাবেক ঔষধপত্র ও টিকা প্রদান কর। 
  • ছয় সপ্তাহ পর ব্রুডার এবং চিক পার্থ সরিরে ফেল । 
  • সকল তথ্য রেকর্ড শীট ও রেজিষ্টারে লিপিব ।

সতর্কতাঃ

 ১) কোয়েলের বাচ্চা খুবই ছোট ও নরম তাই সাবধানে নাড়াচাড়া করা প্রয়োজন । 

২) ব্যাটারী পাচার দরজা সাবধানে খুলতে হবে যাতে বাচ্চা পালাতে না পারে । 

৩) ব্যাটারী পাচার তাপমাত্রা, পানি সরবরাহ, সঠিক ভাবে নিয়ন্ত্রণ করতে হবে ।

 

 

Content added By
Promotion