জাতিসংঘের বিশেষায়িত সংস্থা

- সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | NCTB BOOK
Please, contribute to add content into জাতিসংঘের বিশেষায়িত সংস্থা.
Content

ব্রিটন উডস সম্মেলন

ব্রিটন উডস চুক্তিটি ১৯৪৪ সালের জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রিটন উভসে অনুষ্ঠিত জাতিসংঘের মুদ্রা ও আর্থিক সম্মেলনে সম্পাদিত হয়। ব্রিটন উডস চুক্তি একটি নতুন পদ্ধতি প্রতিষ্ঠা করেছিল যন্ত্র মাধ্যমে স্বর্ণকে সর্বজনীন মান হিসাবে ব্যবহার করে একটি নির্দিষ্ট মুদ্রা বিনিময় হার তৈরি করা যায়।

  • ব্রিটন উডস সম্মেলনটি হয়- ১৯৪৪ সালে। 
  • সদর দপ্তর ওয়াশিংটন ডি. সি (যুক্তরাষ্ট্র)।
  •  সদস্যপদ প্রত্যাহারকারী একমাত্র দেশ কিউবা।
  • যে সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়- ব্রিটন উত্স সম্মেলনের মাধ্যমে।
  • ব্রিটন উডস ইনস্টিটিউশন বলতে বুঝায়- ২ টি প্রতিষ্ঠানকে যথা: WB (IBRD) + IMF
Content added By

বিশ্বব্যাংক গ্রুপ

  • প্রতিষ্ঠিত হয় ১৯৪৪ সালে।
  •  বিশ্বব্যাংক গ্রুপকে বলা হয়- Five Institutions, One Group.
  • ৫টি প্রতিষ্ঠানের সমন্বয়ে বিশ্বব্যাংক গ্রুপ গঠিত :

IBRD (1944)

IFC (1956)

IDA (1960)

ICSID (1966)

MIGA (1988)

Content added || updated By
Promotion