জীবন বিমা

একাদশ- দ্বাদশ শ্রেণি - ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা - ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ২য় পত্র | | NCTB BOOK
7
7
Please, contribute by adding content to জীবন বিমা.
Content

# বহুনির্বাচনী প্রশ্ন

উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও

মিসেস রেহানা বেসরকারি অফিসের কর্মকর্তা। তিনি এমন ধরনের বিমা করতে চান যাতে প্রিমিয়ামের পরিমাণ বেশি হলেও তিনি বা তার মনোনীত ব্যক্তি নির্দিষ্ট সময়ের পরে নিশ্চিতভাবেই অনেক টাকা পাবেন। এর সাথে বিভিন্ন ঝুঁকিও অন্তর্ভুক্ত করা যাবে।

উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও

মি. দাস বেসরকারি প্রতিষ্ঠানে ছোট চাকরি করেন। পেনশন সুবিধা না থাকায় তিনি একটা বৃত্তি বিমাপত্র সংগ্রহ করেছেন। যেখানে নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট সময় পর্যন্ত পেনশনের মত টাকা পাওয়া যায়। কম প্রিমিয়াম দিতে হচ্ছে জন্য তিনি সন্তুষ্ট।

উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও

মি. সমীর ও মি. গওহর দু'জন অংশীদার। একটা বিমাপত্রের অধীনে তারা দু'জনের জীবন বিমা করতে চান। এ ধরনের বিমাপত্রে প্রিমিয়ামের হার যেমনি কম তেমনি নবায়নযোগ্য।

Promotion