টিউব লকরিং সংযোগ

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK
8
8

এই শিখন ফলে আমরা লকরিং জয়েন্ট ও লকরিং জয়েন্টের সুবিধা সম্পর্কে জানতে পারব।

৫.৪.১ লকরিং জয়েন্ট

লকরিং জয়েন্ট/জোড়া একটি নন ওয়েল্ডিং সংযোগ পদ্ধতি যা বিভিন্ন ধাতব পাইপ যেমন, (তামা + অ্যালুমিনিয়াম, ইম্পাঙ্ক + অ্যালুমিনিয়াম, ভাষা + ইস্পাত ইত্যাদি) ওয়েন্ডিং ছাড়া সংযুক্ত করতে ব্যবহৃত হয়। এটি রেক্সিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং এ ব্যবহৃত সাকশন লাইন, ডিসচার্জ লাইন, স্ট্রেইনার, কন্ডেনসার, ক্যাপিলারি টিউবের মধ্য সংযোগ দিতে ব্যবহৃত হয়।

দুই ধরনের লকরিং জয়েন্ট পদ্ধতি প্রচলিত-

 

৫.৪.২ লকরিং জয়েন্ট এর সুবিধা

  • এটি একটি স্থায়ী সংযোগ, তবে ওয়েল্ডিং এর প্রয়োজন হয় না 
  • সংযোগের জন্য বিপদজ্জনক প্যাসের প্রয়োজন হয় না- তাই অনেক বেশি নিরাপদ
  • সংকীর্ণ জারগার দ্রুত সমরে সংযোগ করা যার 
  • সংযোগটি টিউব / পাইপের ভেতরে ও বাইরে কোন ক্ষতি করে না 
  • ভিন্ন ভিন্ন ধাতব টিউব (কপার+অ্যালুমিনিয়াম, ইত্যাদি) একত্রে সংযোগ করা যায়
  • পরিবেশের কোন ক্ষতি করে না ।

 

Content added By
Promotion