টেলিভিশন

- সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলী | | NCTB BOOK
  • বাংলাদেশ টেলিভিশন: ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর বর্তমান রাজউক ভবনে বিটিভির প্রথম অফিস চালু হয়। আব্বাস উদ্দিনের মেয়ে ফেরদৌসি রহমান ছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রথম শিল্পী।
  • তিনি বিটিভিতে প্রথম গেয়েছিলেন আবু হেনা মোস্তফা কামালের লেখা "ঐ যে আকাশ নীল হল আজ" গান।
  • বিটিভিতে প্রচারিত প্রথম নাটক 'একতলা ও দোতলা' (২৭ ফেব্রুয়ারি, ১৯৬৫)।
  • রামপুরা টিভি কেন্দ্র চালু হয় ১৯৭৫ সালে ।
  • ১৯৮০ সালের ১লা ডিসেম্বর থেকে বিটিভি রঙিন সম্প্রচার শুরু করে।
  • বিটিভি জাদুঘর চালু হয় ১লা ডিসেম্বর, ২০১৬ সালে।
  • বাংলাদেশে প্রথম ডিশ এ্যান্টেনা ব্যবহার শুরু হয় ১৯৯২ সালে।
  • বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা।
  • প্রথম ডিজিটাল স্যাটেলাইট চ্যানেলঃ চ্যানেল আই।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

লাল, আসমানী এবং সবুজ
লাল, আসমানী এবং কমলা
লাল, আসমানী এবং বেগুনী
লাল, আসমানী এবং হলুদ
একতলা দোতলা
জমিদার দর্পণ
কবর
অ্যান্থনি মারকাস
Promotion