তার

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK
10
10

২.৪.১ তার (Wire )

ইন্সুলেশন বিহীন অথবা বিশেষ ধরনের ইন্সুলেশন দিয়ে আচ্ছাদিত এক খেই অথবা বহু খেই বিশিষ্ট অল্প কারেন্ট বহনকারী পরিবাহীকে তার বলে ।

তারের প্রকারভেদ

তার সাধারণত দুই প্রকার- 

  • সাধারণ তার 
  • খেই যুক্ত তার বা রজ্জু তার

রজ্জু তারের সুবিধা-

  • রজ্জু তার নমনীয় হয়। সামান্য বাঁকালেও এর কোন ইন্সুলেশন নষ্ট হয় না। তাছাড়া সহজে মাটিতে পাতানো যায়।
  • রজ্জু তারের সংযোগ খুব শক্ত ও দীর্ঘস্থায়ী হয়।
  • এক খেই বিশিষ্ট তার ওভার হেড লাইনে কম্পনের ফলে ভেঙ্গে যেতে পারে। কিন্তু রজ্জু তার কখনো কম্পনের ফলে ভেঙ্গে যায় না।
  • রজ্জু তারের ইন্সুলেশন খুব মজবুত হয়।

তারের সাইজ

ইলেকট্রিক্যাল কাজের জন্য তারের সাইজ নির্ধারন করতে হয়। অন্যথায় ইলেকট্রিক লোডের কাজের ব্যাঘাত ঘটতে পারে। তারের সাইজ গেজ (SWG) নাম্বারের সাহায্যে প্রকাশ করা হয়। যেমন ৩/২২, ৩/১৮, ১/১৮, ৭/১৮:, ৭/২২ ইত্যাদি। ৩/২২ এর অর্থ উক্ত তারের মধ্যে তিনটি খেই আছে যার প্রতিটি খেই ২২ গেজের। আবার তারের ডায়ামিটার ইঞ্চি অথবা মিলিমিটারের হতে পারে। যেমন ৩/২৯”, ৩/.৩৬” এবং ১/১.৪”, ১/১.৮” ইত্যাদি। ৩/০.২৯” বলতে বোঝায় উক্ত তারে তিনটি খেই এবং প্রতি খেই এর ডায়মিটার .২৯ ইঞ্চি । বর্তমানে ঘরবাড়ি এবং অফিস আদালতে ওয়্যারিং এর জন্য যে ক্যাবল ব্যবহার করা হয় তার সাইজ এভাবে লেখা হয়। যেমন ১.৫ mm2, ২.৫ mm2, ৪.০ mm2 ইত্যাদি।

তারের ব্যবহার 

তার সাধারনত ট্রান্সমিশন এবং ডিষ্ট্রিবিউশন ওভারহেড লাইনে, আর্থিং, গাই, মোটর এবং ট্রান্সফরমারের কয়েলে এবং ইলেকট্রনিক্স এর বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়।

 

 

Content added By

Read more

Promotion