দলগত কাজ (উপহার ৫০-৫১)

অষ্টম শ্রেণি (মাধ্যমিক ২০২৪) - খ্রিষ্টধর্ম শিক্ষা অঞ্জলি ৩ | - | NCTB BOOK
314
314

উপহার ৫০-৫১

দলগত কাজ

 

শিক্ষক ও সহপাঠীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে প্রার্থনার মাধ্যমে সেশনটি শুরু করো।

এ সেশনে তোমরা একটি দলগত কাজ করবে। এ কাজের জন্যে শিক্ষক তোমাদের প্রত্যেকটি দলে প্রয়োজনীয়। শিখন সামগ্রী যেমন পোস্টার-পেপার, ডিপ কার্ড, পেন্সিল, মার্কার, আঠা, পিন ইত্যাদি সরবরাহ করবেন।

তোমাদের সংখ্যা অনুযায়ী কয়েকটি দলে ভাগ হবে। তোমরা ১, ২, ৩... এভাবে গণনা করবে। একই সংখ্যার সকলে মিলে একেকটি দল গঠন করবে। প্রতিটি দলকে একটি করে পোস্টার দেয়া হবে। পূর্বের সেশনের ভিপ কার্ডগুলো পোস্টারের বামপাশে আঠা দিয়ে লাগিয়ে দেবে। নিজের উপলব্ধির সাথে অন্যের ভিন্ন ভাবনা যুক্ত করে নেবে। প্রাপ্ত ধারণার আলোকে নিম্নলিখিত প্রশ্নের উত্তরগুলো নিয়ে দলগত আলোচনা করবে। উত্তরগুলো পোস্টারের ডানপাশে লিখবে।

 

 

নমুনা প্রশ্ন

 

১. তোমরা কোন কোন উৎসব, অনুষ্ঠান বা ঘটনার ছবি দেখেছো? 

২. ছবিগুলোতে কোন কোন শ্রেণি, পেশা বা ধর্মের মানুষ আছেন? 

৩. ছবিতে তারা কী করছেন? 

৪. ছবিগুলো থেকে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির কী চিত্র দেখতে পাওয়া যায়?

এরপর পোস্টার পেপারগুলো মার্কেট প্লেস (market place) করো। একদলের কাজ অন্য দল পরিদর্শন করো। পরিদর্শনকালে কোনো দলের কাছে যদি প্রশ্ন থাকে তা জিজ্ঞেস করো। অন্য দল থেকে যদি নতুন কোনো চিন্তা পাওয়া যায় তাহলে তা নিজ দলের লেখার সাথে যুক্ত করো। প্রত্যেক দল শ্রেণিকক্ষে চিন্তাগুলো উপস্থাপন করো।

 

 

বাড়ির কাজ

তোমরা বিভিন্ন ধর্মীয় উৎসব (বড়দিন, ঈদ, দুর্গাপূজা, বুদ্ধ পূর্ণিমা) সম্পর্কে পরিবারের মা-বাবা/ অভিভাবকের সাথে আলোচনা করে বিস্তারিত তথ্য সংগ্রহ করে শিক্ষকের কাছে জমা দেবে।

শিক্ষককে ধন্যবাদ জানিয়ে প্রার্থনা করে সেশনটি সমাপ্ত করবে।

Content added || updated By
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion