ভীমসেনঃ- ভোঃ পুরুষ! মুচ্যতাম্।
ঘটোৎকচ - ন মুচ্যতে। মাতুরাজয়া গৃহীতো হাথঃ।
ভীমসেনঃ- (আত্মগতম) কথং মাতুরাজ্ঞেতি। অহো! কা সা মাতা যস্যা আড্ডাং পুরস্করোডায়ং তপস্বী।
(প্রকাশম্) ভো পুরুষং। প্রষ্টব্যং থলু তাবদস্তি।
ঘটোৎকচঃ- বদ শীঘ্রম্।
ভীমসেন :- কা নাম ভবতো মাতা?
ঘটোৎকচঃ- হিড়িম্বা নাম রাক্ষসী। ভীমসেনঃ-
(আত্মগতম্) - হিড়িম্বায়াঃ পুরোহয়ম্। সদৃশো হাস্যপর্বঃ। (প্রকাশন) ভোঃ পুরুষ। মুড়াতাম।
ন মুচ্যতে।
ঘটোৎকচঃ-
ভীমসেনঃ- তো ব্রাহ্মণ! গৃহ্যতাং তব পুত্রঃ। বয়মেনমনুগমিষ্যামঃ ক্ষত্রিয় কুলোকপল্লোহ হম্। মম শরীরেণ
ব্রাহ্মণশরীরং রক্ষিভূমিচ্ছামি। ঘটোৎকচঃ- (আত্মগতম্) অহো ক্ষত্রিয়োম্। তেনাসা দর্পঃ ভবতু ইমমের হত্বা নেখ্যামি। (প্রকাশন)
অর্থ কেনায়ং বারিতঃ
ভীমসেনঃ- ময়া।
ঘটোৎকচঃ ভবানেবাগচ্ছতু।
ভীমসেনঃ- যদি তে শক্তিরস্তি বলাৎকারেণ মাং নয়।
ঘটোৎকচঃ- কিং মাং প্রত্যভিজ্ঞানীতে ভবান
ভীমসেনঃ- মম পুত্র ইতি জানে। ঘটোৎকচঃ কথং তব পুত্ৰোহহ?
ভীমসেনঃ কথং ক্রুধাসি? মর্যয়ত্ব ভবান। সর্বাঃ প্রজাঃ ক্ষত্ৰিয়াণাং পুত্রশব্দেনাভিধীয়ন্তে। অতএব ময়াভিহিতম্।
ঘটোৎকচঃ ীতানামায়ুধং গৃহীতম্। ভীমসেনঃ- শপামি সত্যেন, ভয়ং ন জানে।
ঘটোৎকচঃ-
এ তে ভয়মুপদিশামি। গৃহ্যতামায়ুধম্।
ভীমসেনঃ- আয়ুধমিতি। গৃহীতমেতৎ।
ঘটোৎকচঃ- কথমিবা
ভীমসেনঃ —
কাঞ্চনস্তসদৃশো রিপূণাং নিগ্রহে রতঃ। অয়ং তু দক্ষিণো বাহুৱায়ুধং সহজং মম।।
ঘটোৎকচঃ-
ভীমসেনঃ- অর্থ কোহয়ং ভীমঃ? কেন সদৃশঃ স বলেন?
গটোৎকচঃ- দেবতুল্য।
ভীমসেনঃ-
অনুতমেতৎ।
ঘটোৎকচ। কথমনৃতম্? ক্ষিপসি মে গুরু? ভবতু। ইমং স্কুলং বৃক্ষমুৎপাট্য গ্রহরামি (উৎপাট্য প্রহরতি)। অস্তি মাতৃপ্রসাদাৎ লম্বো মায়াপাশঃ। তেন বস্থা ত্বাং নয়ামি (মন্ত্র জপতি)।
ভীমসেনঃ-
অস্তি মহেশ্বর প্রসাদারবো মায়াপাশমোক্ষো মন্ত্রঃ। তং জলামি (মন্ত্র জপতি)। ঘটোৎকচ - অয়ো পতিতঃ পাশঃ। কিমিদানীং করিয্যে? ভবতু দুষ্টম্। ভোঃ পুরুষ! পূর্বসময়ঃ স্মর।
ভীমসেনঃ
সময় ইতি। এখ স্বরামি। গচ্ছাগ্রতা। (উতৌ পরিক্রামতঃ)
ঘটোৎকচঃ- তিষ্ঠ তাবৎ। দাগমনমায়ৈ নিবেদয়ামি। ভীমসেনঃ- বাঢ়ম, গচ্ছ।
ঘটোৎকচঃ
(উপমৃত্য)- অম্ল। অসমভিবাদয়ে। চিরাভিলখিতো ভবত্যা আহারার্থমানীতো মানুষঃ।
হিড়িম্বাঃ- (প্রবিশ্য) জাত। চির জীব। কীদৃশো মানুষ আনীতঃ
ঘটোৎকচঃ-
ভবতি। রূপমাত্রেণ মানুষো ন বীর্ষেণ।
হিড়িম্বাঃ- দোবং, পশ্যামি তাবলেনম্। (উত্তৌ পরিক্রামতঃ) কিমেষ মানুষ আনীতঃ? ঘটোৎকচঃ- ভবতি! কোথায়?
হিড়িম্বাঃ-
উন্নত্তক। দৈবতং স্থাকম্।
ঘটোৎকচঃ- আঃ! কস্য দৈবতম্?
হিড়িম্বাঃ-
ঘটোৎকচঃ- ক প্রত্যয়?
হিড়িম্বাঃ- এখঃ প্রত্যয়। জয়ত্বার্থপূত্রঃ।
ভূমিকা
মহাকবি কালিদাসের পূর্ববর্তী ভাসরচিত 'মধ্যমব্যায়োগঃ" একটি বিখ্যাত নাট্যগ্রন্থ। মহাভারতের কাহিনী
অবলম্বনে গ্রন্থখানা রচিত। ঘটোৎকচ ও তার মাতা হিড়িম্বা নরমাংস ভক্ষণ করার জন্য এক ব্রাহ্মণ
পরিবারকে আবদ্ধ করেন। বহু আলোচনার পর স্থির হয় যে ঐ ব্রাহ্মণ ও ব্রাহ্মণপত্নী তাঁদের মধ্যম পুত্রকেই ঘটোৎকচের হাতে সমর্পণ করবেন। ঘটোৎকচের হাত থেকে ঐ ব্রাহ্মণ পরিবারকে রক্ষা করার জন্য এগিয়ে এলেন। ঘটোৎকচের সঙ্গে ভীমের যুদ্ধ হল। যুদ্ধের মাঝে ভীম ও ঘটোৎকচ জানতে পারল তারা পরস্পর পিতা-পুত্র। ফলে ব্রাহ্মণের পুত্র রক্ষা পেল। শব্দার্থ : মাতুরাজ্ঞয়া মায়ের আদেশে। মুচ্যতায় ছেড়ে দাও। ক্ষত্রিয়কুলোৎপন্ন- ক্ষত্রিয় বংশে জাত। রক্ষিতুম- রক্ষা করতে। হতা হত্যা করে। অ্যায়ৈ মাকে। আয়ুধম্ অসর। বাঢ়ম্ হ্যাঁ।
=সন্ধিবিচ্ছেদ : মাতুরাজেতি = মাতুঃ + আড্ডা + ইতি পুরস্করোত্যয় = পুরস্করোতি + আং। রক্ষিতুমিচ্ছামি = রক্ষিতুম্ + ইচ্ছামি। ইমমের ইমম্ + এব = কারণসহ বিভক্তি নির্ণয় আজ্ঞয়া- হেতুর্থে ভরা। শরীরেণ- করণে ৩য়া। ভীমসেনস্য- সম্বন্ধে ষষ্ঠী।
মহেশ্বরপ্রসাদাৎ- অপাদানে ৫মী।
ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় ব্রাহ্মণमরী ব্রাহ্মণ শরীরং (৬ষ্ঠী তৎপুরুষঃ )। কাঞ্চনত সদৃশঃ-
কাঞ্চননির্মিতঃ স্তষ্ণঃ (মধ্যপদলোপী কর্মধারয়ঃ), তেন সদৃশঃ (২য়া তৎপুরুষঃ)। দেবতুলাঃ- দেবেন তুলার
(৩য়া তৎপুরুষঃ)।
ব্যুৎপত্তি নির্ণয় । প্রষ্টব্যম্ = √প্রচ্ছ + তব্য, ক্লীবলিঙ্গ, ১ মার একবচন। হুড়া = হ + কাজ। গৃহীতম =
গ্রহ্ + ক্ত, ক্লীবলিঙ্গ, ১ মার একবচন।
Read more