দ্বিতীয় ও চতুর্থ কোন অভিক্ষেপ

এসএসসি(ভোকেশনাল) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK

যখন X এবং Y অনবঘুরে দ্বিতীয় এবং চতুর্থ অভিক্ষেপ ভঙ্গে স্থাপন করা হয়, তখন দ্বিতীয় অভিক্ষেপ ভঙ্গে উল্লব ভলটি বন্ধু X এবং অবজারভার মধ্যে অবস্থান করে। ফলে বহু X এর সম্মুখ দুশ উল্লম্ব তলে পতিত হয়। অন্য দিকে টপ ভিউ হরাইজন্টাল তলের উপর পতিত হয়। প্রজেকশন নীতি অনুযায়ি যখন হরাইজন্টাল তলটি ৯০° কোণে রুকওয়াইজ ঘুরে, টপ এবং সম্মুখ ভিউ ওভারলেপ এ পতিত হয়। ওভারলেপিং অভিক্ষেপ পরিষ্কার ধারণা দেয় না।

অতএব টপ ভিউ এবং হরাইজন্টাল ভিউ এর ভেতর ওভারলেপিং কারণে দ্বিতীয় এবং চতুর্থ কোন অভিক্ষেপ ব্যবহার করা হয় না।

 

Content added By
Promotion