ধাতুরূপ

অষ্টম শ্রেণি (মাধ্যমিক) - সংস্কৃত - দ্বিতীয় অধ্যায় | NCTB BOOK

ধাতুরূপঃ

কর্তৃবাচ্যে সংস্কৃত ধাতুগুলো তিন প্রকার পরস্মৈপদী, আত্মনেপর্দী ও উভয়পদী।
বর্তমান কাল বোঝাতে লই, অতীত কাল বোঝাতে লঙ্, ভবিষ্যৎ কাল বোঝাতে লুট, বর্তমান অনুজ্ঞা বোঝাতে
লোট এবং ঔচিত্য অর্থে বিধিলিত-এর প্রয়োগ হয়।
ধাতুর সঙ্গে বিভিন্ন তি বিভক্তি যুক্ত হয়ে ধাতুরূপ গঠিত হয়।
নিম্নে ভিড় বিভক্তির আকৃতি প্রদর্শিত হল :

পরস্মৈপদ

লট্‌

ৰচন

প্রথমপুরুষ

মধ্যমপুরুষ

উত্তমপুরুষ

একবচন

সি

মি

দ্বিবচন

ভস্

বহুবচন

লোট

ৰচন

প্রথমপুরুষ

মধ্যমপুরুষ

উত্তমপুরুষ

একবচন

হি

আনি

আব

আম

দ্বিবচন

তম

বহুবচন

চন

প্রথমপুরুষ

মধ্যমপুরুষ

একবচন

(5)

স্ (3)

দ্বিবচন

তাম

তম

বহুবচন

উত্তমপুরুষ

বিধিলিঙ্

ৰচন

প্রথমপুরুষ

মধ্যমপুরুষ

উত্তমপুরুষ

একবচন

দ্বিবচন

যাতাম্

যাতম্

যাব

বহুবচন

यू

যাত

যাম

চন

প্রথমপুরুষ

মধ্যমপুরুষ

উত্তমপুরুষ

একবচন

স্যতি

স্যামি

দ্বিবচন

স্যাতস্

সাথস্

স্যারস

বহুবচন

সান্তি

সাথ

স্যামস্

আত্মনেপদ

লট

ৰচন

প্রথমপুরুষ

মধ্যমপুরুষ

উত্তমপুরুষ

একবচন

12.

সে

দ্বিবচন

আতে

আধে

বহে

বহুবচন

মহে

লোট

ৰচন

প্রথমপুরুষ

মধ্যমপুরুষ

উত্তমপুরুষ

একবচন

Gr

দ্বিবচন

আতাম্

আবহৈ

বহুবচন

অস্তাম্

আমহৈ

অনুশীলনী

শুদ্ধ উত্তরটির পাশে টিক (/) চিহ্ন দাও :

(ক) পরমপদে লোট্-এ মধ্যম পুরুষের একবচনে ভিক্ বিভক্তির আকৃতি- ভূ/অন/হি/ত।

(খ) পরমপদে লড়-এ প্রথম পুরুষের একবচনে তিন্তু বিভক্তির রূপ- স্/দ/হি/ আনি।
(গ) আত্মনেপদে লোট্-এ উত্তমপুরুষের বহুবচনে ভিড় বিভক্তির রূপ- আমহৈ / আবহৈ বহৈ মহৈ।

(ঘ) বৃৎ-ধাতুর লটু-এ উত্তমপুরুষের একবচনের রূপ- বর্তামহে/বৰ্ত্তাবহে/বর্তৈ/বর্তে।

(ঙ) জন ধাতুর লড়-এ প্রথম পুরুষের একবচনের রূপ- অজায়ত / অজায়তে/ অগাষ/অজায়তাম্।

বাক্য রচনা কর :

পৃচ্ছামি, কুর্বঃ, অপশাৎ, পশ্যামি, শেতে।

৩। সংস্কৃতে অনুবাদ কর :

(ক) আমি জিজ্ঞেস করব। (খ) আমরা চাঁদ দেখছি। (গ) গরুটি জলপান করেছিল। (ঘ) মাধবী
লিখবে। (ঙ)
পাখি ডাকে।

বাংলায় অনুবাদ কর
(ক) বিশ্রামং কুরু। (খ) কমলা নদীম্‌ অপশাৎ। (গ) তে জলং পাস্যস্তি। (ঘ) পত্রং পততি। (ঙ) সূর্যঃ
দীপাতে।

৫।

নির্দেশ অনুযায়ী ধাতুরুপ লেখ :

(ক) লট বিভক্তিতে পা-ধাতুর উত্তমপুরুষের বহুবচনের রূপ।

(খ) লঙ্-বিভক্তিতে মধ্যমপুরুষের একবচনে প্রচ্ছ ধাতুর রূপ।

(গ) বিধিলি-বিভক্তিতে মধ্যমপুরুষের বহুবচনে দৃশ-ধাতুর রূপ।

(ঘ) লঙ্-বিভক্তিতে হস-ধাতুর মধ্যমপুরুষের একবচনের রূপ।

(ঙ) লট-বিভক্তিতে রম্ ধাতুর প্রথম পুরুষের বহুবচনের রূপ।
(চ) বিধিলিয়-বিভক্তিতে খাদৃ-ধাতুর উত্তমপুরুষের একবচনের রূপ।

(ছ) দৃঢ়-বিভক্তিতে বৃৎ-ধাতুর আত্মপেদে মধ্যমপুরুষের একবচনের রূপ।

(জ) লট-বিভক্তিতে যুধ-ধাতুর প্রথম পুরুষের বহুবচনের রূপ।

81

৬। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :

(ক) কিভাবে ধাতুরূপ গঠিত হয়?

(খ) আত্মনেপদে লড়-এ মধ্যমপুরুষের একবচনে কৃ-ধাতুর রূপ কি?

(গ) দৃশ-খানে কোথায় কোথায় 'পশ্য' হয়?

(ঘ) পা-ধাতুর কোন কোন ক্ষেত্রে 'পিব' হয়?

(ঙ) চর-ধাতুর রূপ কোন ধাতুর মত?

(চ) বৃৎ-ধাতু কোন্ পদী।

(ছ) যুধ-ধাতুর রূপ কোন্ ধাতুর মত?

(জ) ল-এ জন-ধাতুর প্রথমপুরুষের একবচনের রূপ কি?

৭। লট-এ শী-ধাতুর রূপ লেখ ।

৮। লুট পরপদে বৃৎ-ধাতুর রূপ লেখ।

লট-এ কূজ-ধাতুর রূপ লেখ ।

১০। লো-এ হস্-ধাতুর রূপ লেখ ।

১১। বিধলি-এ পা ধাতুর রূপ লেখ।

১২। লূট-এ দৃশ-ধাতুর রূপ লেখ।

১৩। লঙ্ পরস্মৈপদে কু-ধাতুর রূপ লেখ।

১৪। ল-এ সকল পুরুষ ও বচনে ও প্রচ্ছ-ধাতুর রূপ লেখ ।

Content added By

আরও দেখুন...

Promotion