২। পতি (প্রভু, স্বামী)
বিভক্তি
একবচন
বিচন
বহুবচন
১ মা
পতিঃ
পতী
পতয়ঃ
ইয়া
পতিম
পতী
পতী
ওয়া
পত্যা
পতিভ্যাম্
পতিভিঃ
পত্যে
পতিভ্যাম্
পতিভ্যঃ
পত্যুঃ
পতিভ্যাম্
পতিভ্যঃ
পত্যুঃ
পড়্যোঃ
পতীনাম্
পত্যৌ
পত্যোঃ
পতি
সম্বোধন
পড়ে
পতী
পতয়ঃ
দ্রষ্টব্য : পূর্বস্থিত অপর কোন শব্দের সঙ্গে সমাস হলে 'পতি' শব্দের রূপ 'মুনি' শব্দের মত হয়। যেমন-
শ্রীপতি, ভূপতি, নরপতি, মহীপতি, শচীপতি, লক্ষ্মীপতি, নৃপতি, ক্ষিতিপতি ইত্যাদি।
৩। সুধী (জ্ঞানী)
বিভক্তি
একবচন
বহুবচন
১ মা
সুধীঃ
সুধিয়ৌ
সুধিয়ঃ
সুধিয়
সুধিয়ৌ
সুপ্রিয়ঃ
ওয়া
সুপ্রিয়া
সুধীভ্যাম
সুখীভিঃ
সুধিয়ে
সুধীভ্যাম্
সুধীতাঃ
সুধিয়ঃ
সুখীভ্যাম
সুধীতাঃ
সুধিয়ঃ
সুধিয়োঃ
সুধিয়াম্
সুধিয়ি
সুধিয়োঃ
সুধীষু
সম্বোধন
সুধীঃ
সুধিয়ৌ
সুধিয়ঃ
দ্রষ্টব্য : মন্দধী, অল্পধী, সুশ্রী, গতড়ী (নির্ভীক ) প্রভৃতি ঈ-কারান্ত পুংলিঙ্গ শব্দের রূপ 'সুধী' শব্দের মত।
'সুধী' শব্দ এবং 'সুধী' শব্দের মত যেসব শব্দের রূপ হয়, তাদের যেখানে যা থাকবে সেখানেই জন্ম ই-কার
হবে, কিন্তু 'য়' না থাকলে দীর্ঘ ঈ-কার হবে।
নিম্ন মাধ্যমিক সংস্কৃত
৪। দাতৃ (দাতা)
বিভক্তি
একবচন
বিচন
বহুবচন
১ মা
দাতা
পাতারৌ
দাতারঃ
২য়া
দাতারম্
দাতারৌ
ওয়া
দাত্ৰা
দাতৃভ্যাম্
দাতৃভিঃ
পাত্রে
সাতৃভ্যাম্
দাতৃভ্যঃ
দাতৃভ্যাম্
দাতৃভাঃ
পাতুঃ
দাতরি
পাত্রোঃ
দা
সম্বোধন
দাতঃ
পাতারৌ
দাতারঃ
স্রষ্টব্য : জেতু (জয়কারী), কর্তৃ (কর্তা), শ্রোতৃ (শ্রোতা), হত্ত্ব (ঘাতক), ভর্ত (স্বামী), নেতৃ (নেতা), বিধাত্
(বিধাতা) প্রভৃতি অ-কারান্ত পুংলিঙ্গা শব্দের রূপ 'দাতৃ' শব্দের মত। তবে ভ্রাতৃ, জামাতৃ ও নৃ (মানুষ)—এই
কয়টি ঋ-কারান্ত শব্দের রূপে কিছু পার্থক্য আছে।
৫। ভ্রাতৃ (ভাই)
বিভ
একবচন
বহুবচন
১মা
ভাতা
স্রাতরৌ
ভ্রাতরঃ
ভ্রাতরম
স্রাতরৌ
ভ্রাতৃম
ওয়া
ভ্ৰাতৃভ্যাম্
ভ্রাতৃভিঃ
ভ্ৰাতৃভ্যাম্
ভ্রাতৃত্যঃ
ভ্রাতুঃ
ভ্ৰাতৃভ্যাম্
ভ্রাতৃত্যঃ
৬
ভ্রাতুঃ
ভালোঃ
ভ্ৰাতৃগাম
জাতরি
ভ্রাতৃ
সম্বোধন
ভ্রাতঃ
ভ্রাতরৌ
জাতরঃ
দ্রষ্টব্য : পিতৃ, জামাতৃ (জামাতা), দেবু (দেবর) প্রভৃতি শব্দের রূপ 'ভ্রাতৃ' শব্দের মত।
৬। গো (গরুজাতি
বিভক্তি
পাবো
বহুবচন
গোভ্যাম
গোভির
8
গোভ্যাম্
গবে
গোতাঃ
গবোঃ
গবোঃ
গবা
গোধু
সম্বোধন
দ্রষ্টব্য : 'গো' শব্দ 'গোজাতি' অর্থে পুংলিঙ্গ, কিন্তু 'গাজী' অর্থে গ্রীলিঙ্গ।।
ক্লীবলিঙ্গ শব্দ
১। বারি (জল)
বিভক্তি
বহুবচন
বারি
বারিণী
ान
বারি
বারিণী
বারীণি
ওয়া
বারিণা
বারিণে
বারিভ্যাম্
বারিক্যাম্
বারিতিঃ
বারিতাঃ
বারিণঃ
বারিভ্যাম্
বারিতাঃ
বারিণঃ
বারিলোঃ
বারীনাম
বারিণি
বারিলোঃ
বারি
সম্মোধন
বারে, বারি
বারিণী
ৰাৱীপি
দ্রষ্টব্য: দধি, অস্থি (হাড়), সথি (উরু) ও অক্ষি (চোখ) ভিন্ন সকল হ্রস্ব ই-কারান্ত ক্লীবলিঙ্গ শব্দের রূপ
“বারি' শব্দের মত।
সংস্কৃত
২। মধু (মিষ্ট তরলদ্রব্য বিশেষ
বিচন
বহুবচন
মধুনী
মধুমি
২য়া
মধুনী
মধুনি
মধু
মধুভিঃ
ওয়া
মথুনে
মধুভ্যাম্
মধুতাঃ
मधूम
মধুনোঃ
মধুজাঃ
সম্বোধন
মধ্যে, মধু
মধুনি
দ্রষ্টব্য : অম্বু (জল), অশ্রু (চোখের জল), জানু (হাঁটু), দারু (কাঠ), বস্তু, শুশু (দাড়ি) প্রভৃতি হ্রম উ-কারান্ত
ক্লীবলিঙ্গ শব্দের রূপ 'মধু' শব্দের মত।
৩। জল (বারি)
একবচন
বহুবচন
नम
ভালে
জলম
জলে
ওয়া
জলাভ্যাম্
জলাভ্যাম্
জালেন
জলায়
জনেভা
৫মী
জলাভ্যাম
জালানাম্
সম্বোধন
জলয়োঃ
স্রষ্টব্য : ফল, বন, কানন, তুল, পুষ্প, মূল, পত্র, মিত্র, সুখ, দুঃখ, পাপ, পুণ্য, নক্ষত্র, মুখ, নয়ন, নগর,
শরীর, যুদ্ধ, ক্ষেত্র প্রভৃতি অ-কারান্ত ক্লীবলিঙ্গ শব্দের রূপ 'জল' শব্দের মত।
সর্বনাম শব্দ
১। অম্মদ (আমি)
বিচন
বিভক্তি
একবচন
বহুবচন
অহম্
আৰাম্
আরাম, নৌ
অসমান, নঃ
তয়া
আৰাভ্যাম্
অমাভিঃ
মহাম, মে
আৰাভ্যাম্, নৌ
অলভাম, নঃ
কর্মী
আৰাভ্যাম্
অত্
মম, মে
আবয়োঃ, নৌ
অস্মাকম্, ন
অমাসু
আবয়োঃ
দ্রষ্টব্য: অমদ শব্দের রূপ তিন লিঙ্গেই সমান।
২। যুম্মদ (তুমি)
বিভক্তি
একবচন
বহুবচন
১ মা
যুবাম্
২য়া
যুবাম, বাম্
যুগ্মান, বঃ
যুগ্মাভিঃ
ওয়া
য়া
খুব ভ্যাম্
তুভাম, তে
যুবাড্যাম, বাম্
যুগ্মভাম, ব
যুবাভ্যাম্
যুদ্ধাকম, বা
তব, তে
যুবয়োঃ, ৰাম
খুবয়োঃ
৩। তদ্ (সে, তিনি, তা)
পুংলিঙ্গ
একবচন
দ্বিবচন
বিভক্তি
বহুবচন
সঃ
তে
爸爸
ত
তান
তৈঃ
ওয়া
তেন
তাভ্যাম্
তমৈ
ভাভ্যাম্
তমাৎ
তাভ্যাম্
তেভ্যঃ
ভয়োঃ
তেষাম্
তেষু
প্রশ্নমালা
১। সঠিক উত্তরটির পাশে টিক (/) চিহ্ন দাও :
(ক) 'পিতৃ' শব্দের রূপ পাত্/ভ্রাতৃ মাতৃ/কর্তৃ শব্দের মত ।
'অম্বু' শব্দের রূপ সাধু/বিষ্ণু/রিপু/মধু/শব্দের মত ।
(গ) 'বারি' শব্দের ষষ্ঠীর বহুবচনের রূপ বারীনাম/বারিণাম / বারিণি/বারিণঃ ।
'জল' শব্দের সপ্তমীর দ্বিচনের রূপ জলস্য / জলয়োঃ /জলানাম/জলেষু ।
(ঙ) পুংলিঙ্গ 'তদ' শব্দের সপ্তমীর একবচনের রূপ তথ্য/তশ্য/তস্য/ তদ্দিন ।
২।
নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
(ক) শব্দরূপ কাকে বলে?
(খ) 'জেতৃ' শব্দের রূপ কোন্ শব্দের মত?
(গ) 'নৃ' শব্দের অর্থ কি?
গাভী অর্থে 'গো' শব্দ কোন লিঙ্গ?
'শত্রু' শব্দের রূপ কোন শব্দের মত?
'পত্র' শব্দের রূপ কোন শব্দের মত?
(ছ) 'কিম' শব্দ কোন্ শব্দের মত?
(জ) 'কিম্' শব্দ কোন লিঙ্গে প্রযুক্ত হয়?
(ঝ) 'ত্রি' শব্দ কোন্ কোন্ লিঙ্গে প্রযুক্ত হয়?
৩। বাংলায় অনুবাদ কর
(ক) নরপতেঃ। (খ) মধুনা। (গ) জলাৎ। (ঘ) ময়া। (ঙ) দাতারৌ। (চ) পত্যা। (ছ) বয়ম্ ।
(জ) ত্বাম্।
৪। সংস্কৃতে অনুবাদ কর :
(ক) প্রিয় বন্ধু। (খ) আমাদের। (গ) তোমাদের। (ঘ) গরুর দ্বারা। (ঙ) মুনিদের। (চ) ভাইদের
দ্বারা । (ছ) কাদের। (জ) তাদের। (ঝ) চারজন।
৫। নির্দেশ অনুযায়ী নিচের শব্দগুলির রূপ লেখ :
(ক) প্রিয়সখ' শব্দের তৃতীয়ার একবচন ।
(খ) 'পতি' শব্দের প্রথমার বহুবচন ।
(গ) 'শ্রীপত্তি' শব্দের ঘড়ীর একবচন ।
(ঘ) 'সুধী' শব্দের সপ্তমীর বহুবচন।
(ঙ) শুধু শব্দের প্রথমার বহুবচন ।
(চ) 'ভ্রাতৃ' শব্দের ষষ্ঠীর একবচন ।
(ছ) 'বারি' শব্দের দ্বিতীয়ার বহুবচন ।
(জ) 'জল' শব্দের প্রথমার বহুবচন।
(ঝ) 'তদ' শব্দের ক্লীবলিঙ্গে প্রথমার বহুবচন ।
(ঞ) 'তদ' শব্দের পুংলিঙ্গে প্রথমার বহুবচন ।
(ট) 'এক' শব্দের পুংলিঙ্গে চতুর্থীর একবচন
(ঠ) 'দ্বি' শব্দের পুংলিঙ্গে সপ্তমীর দ্বিচন ।
।
(ড) চুতুর' শব্দের স্ত্রীলিঙ্গে তৃতীয়ার বহুবচন ।
১। কিছু শব্দের পুংলিঙ্গের রূপ লেখ।
৭। মুখ শব্দের রূপ দেখ
৮। 'অমদ” শব্দের পূর্ণ রূপ লেখ।
পঞ্চমী থেকে সপ্তমী বিভক্তি পর্যন্ত 'মধু' শব্দের রূপ লেখ ।
১০। পঞ্চমী থেকে সপ্তমী বিভক্তি পর্যন্ত সুধী শব্দের রূপ
১১। প্রথমা থেকে চতুর্থী পর্যন্ত 'গো' শব্দের রূপ লেখ।
১২। সকল বিভক্তি ও বচনে 'মাতৃ' শব্দের রূপ লেখ।
দেখ
Read more