পাইপ ও টিউব

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK
26
26

পাইপ ও টিউব (Pipe & Tube)

পাইপ ও টিউব উভয়ই অতিপরিচিত শব্দ । দুপ্রান্তের দুমুখ খোলা সিলিন্ডার (Cylinder) আকৃতির ফাঁপা নলকে পাইপ বা টিউব বলে যার ভেতর দিয়ে তরল ও বায়বীয় (প্রবাহী) পদার্থ চলাচল করতে পারে। টিউবকে বিভিন্ন আকার প্রদান করে কার্যপোযোগী করার প্রক্রিয়াকে টিউবিং বলে। টিউবিং-এর কাজে প্রয়োজন হয় বিভিন্ন রকমের ফিটিংস বা সংযোগ। ১ ইঞ্চির চেয়ে বেশি ব্যাসের নলকে পাইপ হিসেবে বিবেচনা করা হয়। টিউব অপেক্ষা পাইপ মজবুত এবং স্টীল, (Steel), জি আই (GI), প্লাস্টিক (Plastic), অ্যালুমিনিয়াম (Aluminum) প্রভৃতি দিয়ে তৈরি হয়। অপরদিকে টিউব অপেক্ষাকৃত নমনীয়। ইহা কপার (Copper), অ্যালুমিনিয়াম, প্লাস্টিক, রাবার প্রভৃতি দিয়ে তৈরি এবং হাল্কা কাজে ব্যবহার করা হয়। ব্যবহার ক্ষেত্রের উপর ভিত্তি করে কোন কোন সময় পাইপকে টিউব বলা হয়ে থাকে। যেমন কোন কাজের প্রয়োজনে বেশি ব্যাসের পাইপের ভেতর দিয়ে কম ব্যাসের পাইপ স্থাপন করে, উভয় পাইপকে কাজে লাগালে বাইরের অংশকে পাইপ এবং ভেতরের অংশকে টিউব বলে।

 

রেফ্রিজারেশন পদ্ধতিতে পাইপের বা টিউবের প্রয়োজনীয়তা 

রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং -এ পাইপ ও টিউব ব্যবহার হয়ে থাকে । তবে টিউবের ব্যবহার বেশি । ইভাপোরেটর, কন্ডেনসার, কুলিং কয়েল, হিটিং কয়েল, ডি-হিউমিডিফায়ার (De - Humidifier) কয়েল, সাকশন ও ডিসচার্জ লাইন, চার্জিং লাইন, পানির সরবরাহ লাইন, ড্রেন (Drain) লাইন, বৈদ্যুতিক ওয়্যারিং এবং হিমায়ক নিয়ন্ত্রক ও নিয়ন্ত্রকের সেন্সিবল (Sensible) টিউব প্রভৃতি তৈরিতে পাইপ বা টিউব ব্যবহার করা হয়। পাইপ বা টিউব ছাড়া রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং - এর সিস্টেম তৈরি এবং ব্যবহার উপযোগী করা আদৌ সম্ভব নয়। তাই রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং -এ টিউব ও পাইপের গুরুত্ব অসীম । অ্যামোনিয়া ব্যবহৃত হিমায়ন চক্রে স্টীল টিউব বা পাইপ এবং অ্যামোনিয়া ছাড়া অন্যান্য হিমায়ন চক্রে কপারের টিউব ব্যবহার করা হয়।

পাইপ বা টিউবের প্রকারভেদ 

পাইপ প্রধানত দুই প্রকার- 

ক. নমনীয় পাইপ (Flexible Pipe ) 

খ. অনমনীয় বা শক্ত পাইপ (Non-Flexible or Hard Pipe )

বিভিন্ন প্রকারের পদার্থ দিয়ে পাইপ তৈরি করা হয়। যেমন - কাস্ট আয়রন, রড আয়রন, , স্টিল, তামা, সীসা, দস্তা, পিতল ইত্যাদি।

বিভিন্ন প্রকার পাইপের বর্ণনা 

আবাসনসহ সকল প্রকার শিল্প, ফ্যাক্টরি, প্রতিষ্ঠানে বহু রকম কাজে বিভিন্ন রকমের পাইপ ব্যবহার করা হয়ে থাকে। নিচে পাইপ সম্পর্কে কিছু তথ্য বর্ণনা করা হল-

নমনীয় পাইপ (Flexible Pipe ) 

কাপড় ও তারের উপর রাবার (Rubber) জড়ানো ভিনাইল ক্লোরাইড (Vinyl Chloride = VC) দিয়ে নির্মিত পাইপকে নমনীয় পাইপ বলে। যান্ত্রিক গুণাগুণের উপর প্রভাবিত হবার কারণে একে ১০০-৪০০ সে: তাপমাত্রায় ব্যবহার করা হয়। এর তেল, অম্ল, ক্ষার ও মরিচা রোধক ক্ষমতা অনেক বেশি । ঝাঁকুনিতে ফেটে বা ভেঙে যায় না বলে একে বেশি কম্পনশীল জায়গায় ব্যবহার করা হয়।

কয়েকটি নমনীয় পাইপের নাম 

১. পলিভিনাইল ক্লোরাইড (Polyvinyl Chloride = P.V.C) 

২. প্লাস্টিক বা রাবার পাইপ (Plastic or Rubber Pipe = P. P or R. P) 

৩. হোস পাইপ (Hose Pipe )

 

অনমনীয় পাইপ (Non- Flexible or Hard Pipe ) 

শক্ত ধাতু বা প্লাস্টিক দিয়ে নির্মিত পাইপকে অনমনীয় পাইপ বলে । অত্যধিক তাপ ও শক্তি ছাড়া মুক্তভাবে এর আকৃতির পরিবর্তন করা যায় না। পানি, বাষ্প, তেল, গ্যাস, বাতাস ইত্যাদি সরবরাহের জন্য এটির ব্যবহার হয়ে থাকে । এতে মরিচা পড়ে বিধায় মরিচা রোধক পদার্থের প্রলেপ দেয়া থাকে ৷

কয়েকটি অনমনীয় পাইপের নাম

১. গ্যালভানাইজড আয়রন পাইপ (Galvanized Iron Pipe - G. I Pipe) 

২. কাস্ট আয়রন পাইপ (Cast Iron Pipe C. I Pipe ) 

৩. মাইন্ড স্টীল পাইপ (Mild Steel Pipe =M. S Pipe ) 

৪. কার্বন স্টীল পাইপ (Carbon steel Pipe C. S Pipe ) 

৫. স্টেইনলেস স্টীল পাইপ (Stainless Steel Pipe S S Pipe )

৬. কপার পাইপ বা টিউৰ (Copper Pipe or Tube ) 

৭. অ্যালুমিনিয়াম পাইপ (টিউব) (Aluminum Pipe )

 

রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ট্রেডের কাজে সাধারণত তিন প্রকারের পাইপ বা টিউব ব্যবহার করা হয়। যেমন- 

(১) কপার পাইপ / টিউব 

(২) এস এস পাইপ / টিউব 

(৩) অ্যালুমিনিয়াম পাইপ/ টিউব

কপার টিউৰ (Copper Tube )

এটি সাধারণত তামার তৈরি ফাঁপা গোলাকার নল বিশেষ বা তুলনামূলক চিকন ও নরম হয়ে থাকে। তাই এটি সহজে বাঁকানো যায়। এর মধ্য দিয়ে তেল, গ্যাস, পানি ইত্যাদি সহজে এক স্থান থেকে অন্য স্থানে স্থানাস্তর করা যায় । রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এর কাজের ক্ষেত্রে এর ব্যবহার প্রায় সর্বত্রই। তাই কাজের সুবিধার্থে বাজারে বিভিন্ন সাইজের কপার টিউব পাওয়া যায়। এর সাইজ সাধারণত ইঞ্চি হিসাবে প্রকাশ করা হয়। যেমন- ১/৪", ৫/১৬", ৩/৮, ১/২" ইত্যাদি।

কপার পাইপ (Copper Pipe )

এটি সাধারণত তামা, লোহা, পিতল, স্টীল ইত্যাদি দিয়ে তৈরি ফাঁপা গোলাকার নদ বিশেষ। এটি তুলনামূলক মোটা এবং শক্ত। এটিকে সহজে বাঁকানো যায় না। এর মধ্য দিয়ে তেল, গ্যাস, পানি ইত্যাদি সহজে এক স্থান থেকে অন্য স্থানে স্থানাঙ্কর করা যায়। বড় বড় এয়ার কন্ডিশনিং এবং বরফকল/আইস ফ্যাক্টরির হিমাগারের কাজের ক্ষেত্রে এর ব্যবহার সর্বত্রই। তাই কাজের সুবিধার্থে বাজারে বিভিন্ন সাইজের কপার পাইপ পাওয়া যায় । যেমন- ৫/৮", ৩/৪", ১" ইত্যাদি।

পাইপ বা টিউবের ব্যবহার ক্ষেত্রের তালিকা

টিউবের বা পাইপের নামব্যবহার ক্ষেত্র
কপার টিউব (নমনীয় ও শক্ত)সকল প্রকার রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ইউনিটে ব্যবহার করা হয়। যেমন- রেফ্রিজারেটর, এয়ার কুলার, ওয়াটার কুলার, ইনকিউবেটর, জি- হিউমিডিফায়ার, হিমাগার, বরফকল, হিটপাম্প, ডিসপ্লে কেইস, এয়ার- কণ্ডিশনিং প্লান্ট প্রভৃতি ।
স্টীল পাইপবাসগৃহ, কলকারখানার তরল (পানি) সরবরাহ, গ্যাসলাইন, অ্যামোনিয়া (R ৭১৭) হিমারক ব্যবহৃত হিমায়ন প্লান্টে ব্যবহার করা হয় । তাছাড়া ব্রিে কন্ডেন্সার তৈরি করতে স্টীল ব্যবহৃত হয়।
স্টেইনলেস স্টীল পাইপদুধ, জুস পানীয়, বেভারেজ ইত্যাদি সরবরাহ করার জন্য ব্যবহার করা হয় ।
গ্যালভানাইজড পাইপরেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেমে পানি সরবরাহ এবং প্লাম্বিং এর কাজে ব্যবহার করা হয়।
প্লাস্টিক পাইপপানি, বায়ু, বর্জ্য পদার্থ, সরবরাহে ডিপ বা শ্যালো টিউবওয়েল দিয়ে পানি উত্তোলনে এবং বৈদ্যুতিক কাজে ব্যবহার করা হয়।
অ্যালুমিনিয়াম পাইপঅ্যালুমিনিয়াম পাইপ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং-এ ইভাপোরেটর, ট্রান্সপোর্ট রেক্সিজারেশনে, কন্ডেনসার, ইভাপোরেটর, এমনকি পাইপ লাইন তৈরিতে ব্যবহার করা হয়।

টিউব বা পাইলকে ব্যবহার উপযোগী করার জন্য বিভিন্ন আকৃতি ও সংযোগ প্রদান করার পদ্ধতিকে টিউৰিং ৰা পাইপিং বলে।

 

 

Content added By
Promotion